শ্রীলংকাকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড
৯ নভেম্বর ২০২৩ ২০:৪৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ২১:১৩
বিশ্বকাপের সেমিফাইনালের তিন দল নিশ্চিত হয়েছে আগেই। চতুর্থ দল হিসেবে সেমির টিকিট পেতে লড়াই চলছে তিন দলের। আজ শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
আগে বোলিং করে লংকানদের ১৭১ রানেই আটকে রাখে নিউজিল্যান্ড। পরে কিউইদের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল কেন উইলিয়ামসনের দল। তবে তারপর অতি তাড়াহুড়া করতে গিয়ে পরপর কয়েকটা উইকেট হারাতে হয়েছে। তবে ২৩.৩ ওভারেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
এই জয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। অপর দিকে শ্রীলংকার সেমির আশা শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। আজকের বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফির আশাও শেষ হলো লংকানদের। এবারের বিশ্বকাপের সেরা আট দল খেলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকের হারে নিশ্চিত হলো সেরা আটে থাকা হচ্ছে না শ্রীলংকার।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে কিউইদের বড় জয়ের রাস্তাটা বোলাররাই পাকা করে দিয়েছিলেন। ১৭১ রান আধুনিক ক্রিকেটে আর তেমন কী সংগ্রহ! দুই ওপেনার কাজটা আরও সহজ করে দিয়েছিলেন। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রথম উইকেট জুটিতে ৮৬ রান তুলেছেন। ওভারপ্রতি প্রায় ৭ করে রান তুলেছেন দুজন।
দারুণ এগুতে থাকা নিউজিল্যান্ড হঠাৎ তড়িঘড়ি করতে গিয়েই যেন ঝামেলা বাঁধিয়ে ফেলল। দুই রানের ব্যবধানে ফিরেছেন দুজন। কনওয়ে ৪২ বল খেলে ৯টি চারের সাহায্যে ৪৫ রান করে ফিরেছেন। দুর্দান্ত ফর্মে থাকা রবীন্দ্র ৩৪ বল খেলে ৩টি করে চার-ছয়ে ৪২ রানে ফিরেছেন।
তিনে নামা কেন উইলিয়ামসন সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে ফিরেছেন। খানিক বাদে মার্ক চ্যাপম্যানও (৭) যখন ফিরলেন নিউজিল্যান্ডের রান তখন ১৪৫/৫। ডারয়েল মিচেল আর গ্লেন ফিলিপস কার্যকরী দুটি ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেছেন।
মিচেল ৩১ বলে ৪৩ রান করে আউট হয়েছেন, আর ১০ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফিলিপস। শ্রীলংকার পক্ষে দুটি উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে কিউই বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকেছে শ্রীলংকা। দলীয় ৩ রানে নিশাঙ্কাকে আউট করেন টিম সাউদি। ৩২ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন ওপেনার কুশাল পেরেরা ও চারিথ আসালঙ্কা।
তবে ৭০ রানের মাথায় আবারও জোড়া আঘাত হানে কিউই বোলাররা। বলতে গেলে কুশল পেরেরা বাদে আর কোনো লঙ্কান ব্যাটারই থিতু হতে পারেননি। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রানে ফেরেন পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান আসে মাহিশ থিকশানার ব্যাট থেকে।
শ্রীলঙ্কা আরও কম রানে অলআউট হতে পারতো, যদি না শেষ উইকেটে মহীশ তিকশানা ও মাদুশঙ্কা নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস না খেলতেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। কিন্তু সেটাও জয় এনে দেওয়ার মত সংগ্রহ না।
কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনারের শিকার দুটি করে উইকেট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস