টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
৮ নভেম্বর ২০২৩ ১৪:১০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৪:১৭
সেমির দৌড় থেকে ছিটকে গেছে দুই দলই। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের শেষ দুই ম্যাচের গুরুত্ব যদিও একটুও কমেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আজ পুনেতে মুখোমুখি হবে দুই দল। আরেকটি রূপকথার জন্ম দিয়ে ইংলিশ বধের ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেবে ডাচরা? নাকি ঘুরে দাঁড়ানোর জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখবে ডিফেডিং বিশ্বচ্যাম্পিয়নরা?
চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ ও ক্রিস ওকস।
নেদারল্যান্ডস একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সায়ব্রান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, রোলফ ফন ডার মারওয়ে, অর্জুন দত্ত, পল ফন মেকেরেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস