Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে যাচ্ছি এটাই আমার জন্য বড় বিষয়: বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৪:৪১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৪:৪৩

এক ম্যাচের জন্য বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের বদলে বিজয়কে ডাকা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। এদিকে, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া বাংলাদেশের লিগ পর্বে আর মাত্র একটা ম্যাচ বাকি।

দলের সঙ্গে যোগ দিতে আজ ভারতের বিমান ধরেছেন বিজয়। বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, বিশ্বকাপ খেলতে যাচ্ছি এটাই আমার জন্য অনেক বড় বিষয়। বাকি এক ম্যাচে দলের জন্য নিজের সেরাটা দিতে চান বলেছেন বিজয়।

বিজ্ঞাপন

দেশ ছাড়ার আগে বিজয় সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই।’

এভাবে গত এশিয়া কাপেও খেলতে গিয়েছিলেন বিজয়। নিয়মিত ওপেনার লিটন দাসের চোটে এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপে সুযোগ পেলেন সাকিবের চোটে। প্রসঙ্গটা উঠলে বিজয় বললেন, ‘আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।’

চোটের কারণে ২০১৫ বিশ্বকাপ থেকে দেশে ফিরে আসতে হয়েছিল বিজয়কে। এই বিশ্বকাপে আবার যাচ্ছেন অন্যের চোটের কল্যাণে! অনেকটা পরিপূরক বটে! এ বিষয়ে বিজয় বলেন, ‘এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।’

সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা বিজয়, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে।’

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর