Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের দেশে ফিরেছেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ২০:৩০

বিশ্বকাপের মধ্যে আবারও দেশে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস। দুই দিনের ছুটি নিয়ে দিন পাঁচেক আগে দেশে ফিরেছিলেন। আজ আবারও দেশে ফিরছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগেই দলের সঙ্গে লিটন যোগ দেবেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় লিটন দাস দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। লিটনের স্ত্রী সন্তানসম্ভবা। খুব শিগগিরই সন্তান প্রত্যাশা করছেন এই দম্পতি। এই সময়ে স্ত্রীর পাশে থাকতেই লিটনের দেশে ফেরা বলে জানিয়েছেন বাশার।

বিজ্ঞাপন

এর আগে আঙুলের চোটের কারণে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানের বিশ্বকাপও শেষ হয়ে গেছে। দলীয় সূত্র বলছে, সাকিব-লিটন দুজন এক ফ্লাইটেই ফিরেছেন দেশে।

আরও পড়ুন- আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের

বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ গতকাল সোমবার শ্রীলংকার বিপক্ষে জয় পেয়েছে। বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেলেও এই জয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা এখনো নানা যদি-কিন্তুতে বাঁচিয়ে রেখেছে।

বাংলাদেশের পরবর্তী ও বিশ্বকাপের শেষ ম্যাচ আগামী শনিবার পুনেতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি খেলার দৌড়ে থাকা নেদারল্যান্ডস বাদে বাকি সব দলের খেলাই শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের করণীয় কী হবে, সেটিও জানা থাকবে আগে থেকেই।

আরও পড়ুন- সাকিবের বদলি বিজয়, অধিনায়ক শান্ত

অজিদের সেই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল আপাতত আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার থাকবে বিশ্রামে। দলের অনুশীলন শুরু হবে বৃহস্পতিবার। সেদিন না হলেও ম্যাচের আগেই লিটন যোগ দেবেন দলের সঙ্গে।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর