Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের নারীদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৮

১৬৯ রানের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে বাংলাদেশের বিপক্ষে ৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলে বাংলাদেশ। পঞ্চম বলে আউট হয়েছেন সোবহানা মোস্তারি। শেষ বলে দরকার ছিল ২ রানের। নাশরা সান্ধুর বলে মিড অন দিয়ে দারুণ এক চার হাঁকিয়ে বাংলাদেশ নারী দলকে স্মরণীয় এক জয় এনে দেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নির্ধারিত ওভারের ম্যাচেও ছিল নাটকীয়তা। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৯ রান তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরে ৬ উইকেটেই ১৫৩ রান তুলে ফেলে সফরকারীরা। মনে হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু শেষ চার ওভারে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে ম্যাচ টাই করে দেয় বাংলাদেশ নারী দল। ১ বল বাকি থাকতেই ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী দল।

বিজ্ঞাপন

পরে সুপার ওভারে জয় মিলল বাংলাদেশের। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরলেন বাংলাদেশি নারীরা। সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল পাকিস্তান। অর্থাৎ সিরিজের তৃতীয় এখন অলিখিত ফাইনাল, যারা জিতবে সিরিজ তাদের। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারই উইকেটে থিতু হতে পেরেছেন। যদিও মুর্শিদা খাতুন (১২), ফাহিমা খাতুনরা (১৬) বড় ইনিংস খেলতে পারেননি। তবে ফারজানা হক ও নিগার তুলতানা জ্যোতি দারুণ দুটি ইনিংস খেলেছেন।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে বাংলাদেশ নারী দল। ১০৪ বল খেলে ৩টি চারে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নিগার। ৮৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফারজানা।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ভালোই হয়েছিল। প্রথম উইকেটে ৪১ রান তোলেন দুই সফরকারী ওপেনার। মাঝের ওভারগুলোতে অধিনায়ক নিদা দার (২৭) ও নাজিহা আলভিরা (২২) হাল ধরেছিলেন। কিন্তু শেষের হিসেবটা মিলাতে পারেনি পাকিস্তান। শেষ দিকে দ্রুত চার উইকেট হারিয়ে ১৬৯ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ১০ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস/এসএস

বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর