সাকিবের বদলি বিজয়, অধিনায়ক শান্ত
৭ নভেম্বর ২০২৩ ১৮:১৬ | আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১৮:৩২
সাকিব আল হাসানের বদলে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। ইনজুরির কারণে ছিটকে পরা সাকিবের জায়গায় বিজয়কে নেওয়ার আবেদন করেছিল বিসিবি। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি সেটার অনুমোদন দিয়েছে। বিশ্বকাপে বদলি খেলোয়াড় স্কোয়াডে যুক্ত করতে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। আইসিসি আজ বিজয়কে বিদলি হিসেবে নেওয়ার বার্তা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তরুণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকায় বিশ্বকাপে বাংলাদেশের বাকি একটা ম্যাচে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে টানা ছয় হারের পর গতকাল স্বস্তির এক জয় পেয়েছে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয়ের দিনেই সাকিবকে হারিয়েছে বাংলাদেশ। কাল ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাকিব। এই ইনিংস খেলার পথে আঙুলে চোট পান বাংলাদেশ অধিনায়ক। পরে এক্স-রে করে তার আঙুলে চিড় ধরা পরে। জানা যায়, চোট সেরে মাঠে ফিরতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সাকিবের। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের বাকি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
অলরাউন্ডার সাকিবের বদলে দলে জায়গা পাওয়া এনামুল হক বিজয় আগাগোড়াই টপ অর্ডার ব্যাটার। টপ অর্ডারে বাংলাদেশের ভরাডুবি চলছে বিশ্বকাপ জুড়েই। তরুণ তানজিদ হাসান তামিম একেবারেই অফফর্মে। ফলে সাকিবের ইনজুরিতে দলে একজনকে নেওয়ার সুযোগ পেয়ে ওপেনিংয়ে পরিবর্তনের সিদ্ধান্তই নিল বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচটা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেতে সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। অজিদের বিপক্ষে লিটন দাসের সঙ্গে বিজয়ের ওপেনিংয়ে নামার বিষয়টা অনেকটা নিশ্চিতই হয়ে রইলো।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডে খেলেছেন এনামুল হক বিজয়। ২৯.৯৫ গড়ে ৩টি শতকসহ রান করেছেন ১২৫৮ টি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস/এসএস
এনামুল হক বিজয় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান