নিউজিল্যান্ড সিরিজ খেলবেন তো সাকিব!
৭ নভেম্বর ২০২৩ ১৭:৫৩
বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারা বাংলাদেশ গতকাল স্বস্তির একটা জয় পেয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে সেই জয়ের মধ্যেই বড় এক দুঃসংবাদও এসেছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারত ছেড়ে আজই দেশে ফেরার কথা সাকিবের। চোটে পরা সাকিব অনিশ্চিত হয়ে পড়েছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও।
দুটি টেস্ট খেলতে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিকে সাকিবের আঙুলের চোট সাড়তে তিন থেকে চার সপ্তাহ সময় লাগার কথা। তারপর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারও থাকবে। সব মিলিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে নিয়ে বড় অনিশ্চয়তাই তৈরি হয়েছে।
সাকিবের চোট বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘(শ্রীলংকা ম্যাচে) ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও পেইন কিলার (ব্যথা নাশক) খেয়ে সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার কথা ২১ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। ফলে সিরিজের আগে সাকিবের পুরোপুরি ফিট হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কাই রয়েছে। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ড এরই মধ্যে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে। বেশ কয়েকজন স্পিনার নিয়ে বাংলাদেশ সফরে আসছেন কিউইরা। বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস/এসএস