Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ও বাংলাদেশ এত নিচে নামবে ভাবতে পারিনি: ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৩ ১০:০২

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের ফলাফল ছাপিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই টাইমড আউটই এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ম্যাথিউসকে। পুরো ম্যাচজুড়েই এই ইস্যুতে বাংলাদেশ ও লংকান ক্রিকেটারদের মাঝে দফায় দফায় হয়েছে তর্ক বিতর্ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাথিউস বলেছেন, নির্ধারিত সময়ের মাঝেই তিনি ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন। তিনি ভাবতেও পারেননি বাংলাদেশ এত ‘নিচুতে নেমে’ তাকে আউটের আবেদন করবে।

বিজ্ঞাপন

ব্যাটিং করতে নেমে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ম্যাথিউস। হেলমেটের সমস্যা থাকায় ব্যাটিং শুরু করতে দেরি হচ্ছিল তার। এর মাঝেই বাংলাদেশ অধিনায়ক সাকিব ম্যাথিউসকে টাইমড আউটের আবেদন জানান। আম্পায়ার ও ক্রিকেটারদের মাঝে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্কের পর ম্যাথিউসকে আউট ঘোষণা করা হয়।

ম্যাচ শেষে ম্যাথিউস বলছেন, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, ‘সাকিব এবং বাংলাদেশ যা করেছে সেটা ন্যাক্কারজনক। তারা যদি উইকেট নেওয়ার জন্য এত নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। তারা যা করেছে আমি খুবই হতাশ। যদি এটা মানকাড কিংবা অবসট্রাকল দ্যা ফিল্ড হত আমি মেনে নিতাম। আমি দুই মিনিটের মাঝে ক্রিজে ছিলাম। ক্রিজে আসার পর আমার হেলমেট ভেঙ্গেছে। আম্পায়ার এটা দেখেছেনও। তখনও পাঁচ সেকেন্ড বাকি ছিল। আমি আম্পায়ারকে আমার হেলমেট দেখানোর পর বাংলাদেশ আপিল করেছে। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কোন খেলোয়াড় কিংবা দলের এত নিচে নামা দেখেনি।‘

বাংলাদেশ কিংবা সাকিবের জন্য আর সম্মান নেই বলেই সাফ জানালেন ম্যাথিউস, ‘আমার মনে হয় না অন্য কোন দল এটা করত। কারণ এটা পরিষ্কার ছিল যে ব্যাপারটা হেলমেটের সমস্যা। এতা নিরাপত্তার ব্যাপারও ছিল, হেলমেট ছাড়া তো আমি ব্যাটিং শুরু করতে পারিনা তাই? আজ পর্যন্ত সাকিব ও বাংলাদেশ দলের প্রতি আমি অনেক সম্মান ছিল। আপনি নিয়মের মাঝে খেলবে এতে কোন সমস্যা নেই। কিন্তু আমি তো দুই মিনিটের মাঝে ক্রিজে ছিলাম। আমাদের কাছে ভিডিওসহ প্রমাণও আছে। এই ব্যাপারে আমরা পরে জানাব। তখনও পাঁচ সেকেন্ড বাকি ছিল যখন আমি ক্রিজে দাঁড়িয়েছিলাম।‘

বিজ্ঞাপন

ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে হাট মেলাননি লংকান ক্রিকেটাররা। ম্যাথিউস বলছেন, বাংলাদেশ সম্মান পাওয়ার যোগ্য নয়, ‘সাকিবের সুযোগ ছিল আপিলটা উঠিয়ে নেওয়ার। সে তো জানত যে আমি সময় নষ্ট করছি না। সম্মান পাওয়ার জন্য আপনাকে সম্মান দেওয়া জানতে হয়। ক্রিকেটকে সম্মান দিতে হবে। আমরা সমাই এই সুন্দর খেলার প্রতিনিধি, আম্পায়াররাও। আপনি যদি কমন সেন্স ব্যবহার না করে কাউকে সম্মান না দেখান, তাহলে আপনিও সম্মান পাবেন না।‘

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টাইমড আউট বাংলাদেশ বনাম শ্রীলংকা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর