Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ নভেম্বর ২০২৩ ১৪:০৩

সবার প্রথমে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের জন্য নিজেদের শেষ দুই ম্যাচ তাই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করার লড়াই। সেই আশা বাঁচিয়ে রাখতে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হচ্ছেন সাকিবরা। বিশ্বকাপের হতাশার মাঝে কি লংকানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটা টিকিয়ে রাখতে পারবে বাংলাদেশ? নাকি ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করবে লংকানরা?

বিজ্ঞাপন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে চারবার। কখনোই শ্রীলংকাকে এই মঞ্চে হারাতে পারেনি বাংলাদেশ। তিনবারই জিতেছে লংকানরা, একটি ম্যাচের ফলাফল হয়নি। ওয়ানডেতেও যোজন যোজন এগিয়ে শ্রীলংকা। ৫৩ দেখায় লংকানদের জয় ৪২ ম্যাচে, ৯ টিতে জিতেছে বাংলাদেশ, বাকি ২ ম্যাচের ফল আসেনি।

সেমির আশা আগেই ভঙ্গ হয়েছে। টিমটিম করে জ্বলছে চ্যাম্পিয়ন্স ট্রফির আশার আলো। সেই আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের সামনে। ম্যাচকে সামনে রেখে কোচ হাথুরুসিংহে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন। তবে এত হতাশার মাঝে দল আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন আছে সবার মনেই।

অন্যদিকে সেমির আশা কাগজে কলমে থাকলেও লংকানদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এজন্য আজ বাংলাদেশকে হারানোই যথেষ্ট হবে মেন্ডিসদের। আগের ম্যাচে ভারতের কাছে সেই লজ্জার হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে শ্রীলংকা, জানিয়েছেন অধিনায়ক মেন্ডিস।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর