Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় ভারত-পাকিস্তান সেমিফাইনাল চান সৌরভ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৫:৫২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৮

পাকিস্তানের বিশ্বকাপের সেমিফাইনালে উঠা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। অপর দিকে স্বাগতিক ভারতের সেমিফাইনাল নিশ্চিত। ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কলকাতায় ভারত-পাকিস্তানের সেমিফাইনাল প্রত্যাশা করছেন। গাঙ্গুলী বলেছেন, ভারত-পাকিস্তানের সেমিফাইনালের মতো বড় কিছু আর হতে পারে না।

ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমি চাই পাকিস্তান এখানে (কলকাতায়) সেমিফাইনালে উঠে আসুক। কারণ, ভারত-পাকিস্তানের সেমিফাইনালের চেয়ে বড় কিছু আর হতে পারে না।’

বিজ্ঞাপন

তবে সৌরভের চাওয়া পূরণ হওয়া অনেক দূরের ব্যাপার। গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে বটে তবে বাবর আজদের সেমির রাস্তা এখনো অনেক কঠিন। সেমিফাইনালের দৌড়ে পাকিস্তানের বড় প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে নিজেদের বড় ব্যবধানে জিততে হবে আবার প্রত্যাশা করতে হবে আফগানিস্তান, নিউজিল্যান্ডও যেন খারাপ খেলে। এতোসব হিসেব মিললে তবেই সেমির টিকিট পাবে পাকিস্তান।

বাবর আজমরা সেমিতে উঠলেও কলকাতার ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভবনা কম। পাকিস্তান সেমিতে উঠলে চার নম্বর দল হিসেবে উঠারই কথা। আর ভারতের সম্ভবনা এক অথবা দুই নম্বর দল হিসেবে উঠা।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটা হবে মুম্বাইতে। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায়। প্রথম সেমিফাইনালে এক নম্বর দল ও চার নম্বর দল মুখোমুখি হবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। ফলে পাকিস্তানের সেমিফাইনালে উঠা এবং তৃতীয় দল হিসেবে উঠার সমীকরণ যেমন কঠিন তেমনটি ভারতেরও পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকার সমীকরণও কঠিন।

বিজ্ঞাপন

১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ১৬ নভেম্বর কলকাতায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। শেষ পর্যন্ত সেমির হিসেব কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর