Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৮:৪০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৮:৪৫

এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব থেকে আইসিসি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান। আজ এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে নিজ নিজ খেলায় জিতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে দল দুটি।

নেপালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব। নেপালের কীর্তিপুরে প্রথম সেমিফাইনালে বাহরাইনকে আজ ১০ উইকেটে হারিয়েছে ওমান। অপর সেমিতে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক নেপাল।

বিজ্ঞাপন

এ নিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল। ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটি। সেবার প্রথম রাউন্ড থেকেই বাদ পরতে হয়েছিল নেপালকে। ওমান এর আগে দুই বার বিশ্বকাপ খেলেছে, ২০১৬ ও ২০২১ সালে। ওমানও দুবারই গ্রুপ পর্ব থেকে বাদ পরেছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। মোট ২০টি দল অংশ নেবে তাতে। এখন পর্যন্ত বিশ্বকাপের ১৮ দল নিশ্চিত হলো। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্ব থেকে বাকি দুই দল চূড়ান্ত হবে।

সরাসরি ২০২৪ বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা গত বিশ্বকাপের সেরা আট দল হিসেবে ২০২৪ বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর বাংলাদেশ আফগানিস্তান র‌্যাংকিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে।

বিজ্ঞাপন

ইউরোপিয় অঞ্চলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। পূর্ব এশিয়া প্রাশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, আমেরিকা অঞ্চল থেকে কানাডা বিশ্বকাপ নিশ্চিত করেছে। এশিয়ান অঞ্চল থেকে আজ নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হলো।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর