Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচদের ১৭৯ রানে আটকে দিল আফগানরা

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ১৭:৪৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৭:৫৭

সেমিফাইনাল খেলার লড়াইয়ে এখনো বেশ ভালোভাবেই টিকে আছে আফগানিস্তান। ইতোমধ্যেই ছয় ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ করেছে তারা। এবার ৭ম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি তারা। চতুর্থ জয়ের খোঁজে খেলতে নেমে ডাচদের মাত্র ১৭৯ রানে অলআউট করে দিয়েছে আফগানরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারানো ডাচরা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় উইকেটে। তবে এরপরেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। চার ব্যাটারই ফেরেন রান আউট হয়ে। এতেই ৪৬.৩ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয় ডাচরা। আফগানদের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ নবী আর দুটি উইকেট নেন নূর আহমদ।

বিজ্ঞাপন

ডাচদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে সায়ব্র্যান্ড এঞ্জালব্রাখটের ব্যাট থেকে আর ম্যাক্স ও’দাউদ করেন ৪২ রান। বাকিদের ভেতর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন কেবল তিন ব্যাটার।

ইনিংসের পঞ্চম বলেই ওয়েসলি বারেসি (১) মুজিব উর রহমানের কাছে এলবিডব্লিউ। ম্যাক্স ও’দাউদ ও কলিন অ্যাকারম্যান দারুণ প্রতিরোধ গড়লেন। আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৬ রান তোলে ডাচরা। বড় স্কোরের আভাস দিচ্ছিল এই জুটি। কিন্তু দুর্দান্ত ফিল্ডিংয়ে তাদের বিচ্ছিন্ন করে আফগানিস্তান।

ও’দাউদ দ্বিতীয় রান নিতে গিয়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোতে রান আউট হন। ৪০ বলে ৯ চারে ৪২ রান করেন ডাচ ওপেনার। ভাঙে ৭০ রানের জুটি। ১৯তম ওভারে পরপর দুটি রানআউটে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনে বড় ধাক্কা লাগে। দলীয় ৯২ রানে কিপার ইকরাম আলিখিলের ক্ষিপ্রতায় অ্যাকারম্যান (২৯) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ফেরেন শূন্যতেই।

স্কোর একশ থেকে তিন রান দূরে থাকতে বাস ডি লিডকে (৩) ইকরামের ক্যাচ বানান মোহাম্মদ নবী। সাকিব জুলফিকার (২) কট বিহাইন্ড হন, লোগান ফন বিককে (৩) স্টাম্পিং করেন ইকরাম।

বিজ্ঞাপন

একপ্রান্ত আগলে রেখে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা সাইব্রান্ড এঞ্জালব্র্যাখট স্কোর দেড়শ পার করতেই প্যাভিলিয়নে ফেরেন। তাকেও থামতে হয় ইকরামের দক্ষতায়। ৮৬ বলে ৬ চারে ৫৮ রানে এঙ্গেলব্রেখটকে রান আউট করেন তিনি।

নুর আহমেদ নিজের দ্বিতীয় উইকেট পান রুলফ ফন ডার মারউইকে (১১)। ৪৭তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবী নেদারল্যান্ডসের শেষ উইকেট তুলে নেন। পল ফন মিকেরেনের (৪) বিরুদ্ধে আফগান স্পিনারের এলবিডব্লিউর আাবেদনে আম্পায়ার সাড়া দেন। তবে ডাচ ব্যাটার উইকেট বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে রিভিউ নেন। লাভ হয়নি। দুইশর বেশ আগেই অলআউট নেদারল্যান্ডস।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

আফগানিস্তান বনাম নেদারল্যান্ডস ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর