Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান-ডাচ লড়াইয়ে সেমির আশা বেঁচে থাকবে কার?

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ১১:২৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১১:৩৬

বিশ্বকাপ শুরুর আগে এই দুই দলকে নিয়ে খুব বেশি স্বপ্ন হয়তো খোদ দুই দলের সমর্থকরাও দেখেননি। তবে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের রূপকথার যাত্রায় বদলে গেছে টুর্নামেন্টের সব হিসাব নিকাশ। অবিশ্বাস্য কিছু জয়ে এখনও সেমির দৌড়ে টিকে আছে আফগান ও ডাচরা। আজ লখনৌতে মুখোমুখি দুই দল। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, জিতলে সেমির পথে একধাপ এগিয়ে যাওয়া। এই যখন সমীকরণ, তখন দুই দলের সেরাটা দেখার অপেক্ষায় একানা স্টেডিয়াম। আফগান রূপকথা থামিয়ে দিয়ে ডাচরা কি পারবে স্বপ্নের সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে? নাকি জয়ের ধারা বজায় রেখে সেমিতে এক পা দিয়ে রাখবে আফগানরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দলের আগে কখনোই দেখা হয়নি। আজ একানা স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মুখোমুখি হবে আফগান ও ডাচরা। ওয়ানডে অবশ্য আগে ৯ বার দেখা হয়েছে দুই দলের। সেখানে অনেকটাই এগিয়ে আফগানরা। ৭ বার জয়ের দেখা পেয়েছে আফগানরা, অন্যদিকে ২ ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস। শেষ পাঁচ দেখায় চারবারই জিতেছেন রশিদ খানরা।

পিচ ও কন্ডিশন

একানা স্টেডিয়ামে রান তুলতে বেশ হ্যাপা পোহাতে হয়েছে ব্যাটারদের। আজও পিচ ধীরগতির থাকবে। আর এতেই দুই দলের স্পিনাররাই হয়ে উঠবে দলের মূল অস্ত্র। আফগানরা তাই চারজন স্পিনার খেলাতে পারেন একাদশে। অন্যদিকে ডাচরাও নির্ভর করবেন তাদের স্লোয়ার বোলিংয়েই। টসে জিতে ব্যাটিং নিয়ে চাইবেন দুই অধিনায়ক। দ্বিতীয় ভাগে পিচে আরও বেশি স্পিন ধরার সম্ভাবনা আছে। যদিও শিশিরের কথা ভেবে বোলিংও নিতে পারেন।

দলের খবর

আফগানদের জন্য ম্যাচের আগে এসেছে সুখবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন ইকরাম খিল। এছাড়াও একাদশে ফিরতে পারেন নিজের প্রথম ম্যাচেই চমক দেখানো স্পিনার নুর আহমেদ। বাদ পড়তে পারেন নাভিন উল হক।
নেদারল্যান্ডস দলে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া একই একাদশ নামবে আজ।

সেমির স্বপ্ন বেঁচে থাকবে কোন দলের?

বিশ্বকাপের দুই চমক দেখানো দল আফগানিস্তান ও নেদারল্যান্ডস। দারুণ কিছু অঘটনের জন্ম দিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দুই দলই। আফগানদের জন্য কাজটা একটু সহজ, ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়ার ঘারে নিঃশ্বাস ফেলছে তারা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে ডাচরা সেমিতে না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পথে ভালোভাবেই এগিয়ে আছে।

বিজ্ঞাপন

ডাচ ব্যাটার কলিন অ্যাকারম্যান বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, সেমিতে খেলাই তাদের মূল লক্ষ্য, ‘আমরা সেমিতে খেলার জন্যই এখানে এসেছি। আমরা বিশ্বকাপ খেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি না। দুই বছর পর কি হবে সেটা নিয়ে এখন ভাবার সময় নয়। আমরা আফগানদের বিপক্ষে জিতে সেমির পথে থাকতে চাই।’

আফগান কোচ জনাথন ট্রট জয় ছাড়া কিছু ভাবছেন না, ‘শুধু কথার লড়াইয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। আমাদের মাঠে ভালো খেলেই জিততে হবে। এই মুহূর্তে আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। দলের সবাই দারুণ খেলবে এটাই প্রত্যাশা।’

সম্ভাব্য একাদশ (আফগানিস্তান): রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফারুকি।

সম্ভাব্য একাদশ (নেদারল্যান্ডস): বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর