Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার ভরাডুবিতে ‘লজ্জা’ থেকে বাঁচল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২৩:৩৯

বিশ্বকাপে শ্রীলংকাকে আজ রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত। আগে ব্যাটিং করে ৩৫৭ রান তোলে রোহিত শর্মার দল। পরে জবাব দিতে নেমে ভারতীয় পেস ত্রয়ীর সামনে রীতিমতো অসহায় হয়ে পরে শ্রীলংকা। ইনিংসের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকা লংকানরা শেষ পর্যন্ত গুটিয়ে গেছে মাত্র ৫৫ রানে।

ভারতের ৩০২ রানের জয়ের দিনে একটা লজ্জা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশের! আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এতোদিন ছিল বাংলাদেশের। ২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানেই গুটিয়ে গিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ।

বিজ্ঞাপন

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বিশ্বকাপে এতোদিন সেটাই ছিল সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। শ্রীলংকা আজ ৫৫ রানে গুটিয়ে গিয়ে সেই লজ্জা থেকে মুক্ত করল বাংলাদেশকে।

টেস্ট খেলুড়ে এবং অন্য দলগুলোসহ সব দল মিলিয়ে বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড কানাডার দখলে। ২০০৩ সালে এই শ্রীলংকার বিপক্ষেই মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল কানাডা।

সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড জিম্বাবুয়ের। সেই রেকর্ডেও শ্রীলংকার নাম। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়েকে মাত্র ৩৫ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলংকা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর