শ্রীলংকাকে ৫৫ রানে বিধ্বস্ত করে ৩০২ রানে ম্যাচ জিতল ভারত
২ নভেম্বর ২০২৩ ২১:১০ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ২১:৪১
বিশ্বকাপে এখন পর্যন্ত বলার মতো পারফর্ম করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা। তবে আজকের দিনটা একদমই ভুলে যাওয়ার মতো। ভারতীয় পেসে নাস্তানাবুদ হয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড ৩৬। সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বনিম্ন রানের রেকর্ড ৩৫। আজ লংকানরা তার চেয়েও কম রানে গুটিয়ে যায় কিনা সেই শঙ্কাও জেগেছিল।
আগে ব্যাটিং করে ৩৫৭ রান তোলে ভারত। পরে শ্রীলংকা ৫৫ রানে বিধ্বস্ত হওয়াতে ৩০২ রানের জয় পেয়েছে স্বাগতিক ভারত। রানের হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড এটা। চলতি বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেটাই বিশ্বকাপে রানের হিসেবে সর্বোচ্চ জয়।
মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ- ভারতের এই তিন পেসারের বিপক্ষে আজ রীতিমতো অসহায় হয়ে পড়েছিল শ্রীলংকা। মোহাম্মদ সিরাজ মাত্র ৫ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। মোহাম্মদ সিরাজ ৭ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।
রাজকীয় এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। অপর দিকে কাগজে কলমে শ্রীলংকার ছিটকে যাওয়া নিশ্চিত হলো।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের উইকেট উৎসবটা শুরু করেছিলেন জাসপ্রিত বুমরাহ। ইনিংসের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ।
পরের ওভারে দিমুথ কারুনারত্নেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। সেই যে শুরু হয়েছে, মুম্বাইয়ের দর্শকদের সামনে ভারতীয় পেসারদের উল্লাস আর থামেনি। দলীয় ৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারানো শ্রীলংকা ১৪ রানের মাথায় হারায় পঞ্চম ও ষষ্ঠ উইকেট।
২৯ রানের মাথায় অষ্টম ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরলে মনে হচ্ছিল ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ডটা বুঝি আজ হচ্ছে শ্রীলংকার। শেষ দিকে দুই বোলার মাহেশ থিকসানা ও কাসুন রাজিথা লংকানদের সেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন।
শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। রাজিথা সর্বোচ্চ ১৪ রান করেছেন। থিকসানা করেছেন ১২ রান। শ্রীলংকার পক্ষে আজ আর মাত্র একজনই দুই অঙ্কের কোটা পেরুতে পেরছেন। তিনি অ্যাঞ্জেলো ম্যাথুস, ১২ রান করেছেন লংকান সাবেক অধিনায়ক।
এর আগে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মাকে শুরুতেই ফিরিয়ে দেয় শ্রীলংকা। রোহিত শর্মাকে তার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় বলেই আউট করেন মধুশঙ্কা। ওই ব্রেক থ্রুর ফল ঘরে তুলতে পারেনি তারা। তবে অন্য একটি স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করেছে ২০১১ আসরের রানার্স আপ শ্রীলংকা। বিরাট কোহলি, শুভমন গিল ও শ্রেয়াস আয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করেছে তারা। তারপরও ৮ উইকেটে ৩৫৭ রান তুলেছে ভারত।
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। দলের ৪ রানে রোহিত শর্মা ফেরার পর ওপেনার শুভবমান গিল ও তিনে নামা কোহলি ১৮৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। গিল ৯২ বলে ৯২ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও দুটি ছক্কার শট।
স্কোর বোর্ডে ৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন সেঞ্চুরির পথে থাকা তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি ৯৪ বলে ৮৮ রান করেন। ডানহাতি এই ব্যাটার ১১টি চার মারেন। ৩২তম ওভারে ক্রিজে নেমে ৪৮তম ওভারে আউট হওয়া শ্রেয়াস আয়ারও সেঞ্চুরির পথে পা বাড়ান।
কিন্তু দলের প্রয়োজনে ব্যাট চালিয়ে খেলতে গিয়ে তিনি আউট হন ৮২ রান করে। ডানহাতি এই ব্যাটার ৫৬ বলে ছয়টি ছক্কা ও তিন চারে ওই ইনিংস খেলেন। এছাড়া কেএল রাহুল ২১ ও রবিন্দ্র জাদেজা ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন।
শ্রীলংকার হয়ে বাঁ-হাতি পেসার দিলশান মধুশঙ্কা ১০ ওভারে ৮০ রান খরচা করলেও ৫ উইকেট তুলে নিয়েছেন। ভারত আসরে টানা ছয় ম্যাচ জিতে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস