Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ১৯:৫০

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির শচীনের সেই রেকর্ডের খুব কাছে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। তবে আজও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে একরাশ হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাকে। এই মাইলফলক ছুঁতে না পারলেও আরেক জায়গায় ঠিকই শচীনকে ছাড়িয়ে গেছেন কোহলি। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশিবার ওয়ানডেতে এক হাজার রান করার নতুন রেকর্ড গড়লেন তিনি। ক্যারিয়ারে রেকর্ড ৮ বার এক বছরে ওয়ানডেতে হাজার রানের দেখা পেলেন কোহলি।

বিজ্ঞাপন

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৮৮ রানে মাদুশাংকার বলে আউট হয়ে ওয়ানডেতে ৪৯ তম সেঞ্চুরি মিস করেছেন কোহলি। এই রেকর্ড না পেলেও আজ দুটি মাইলফলক ছুঁয়েছেন। শচীনের সাথে যৌথভাবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৭ বার ওয়ানডেতে এক হাজার রান করার রেকর্ড ছিল কোহলির। আজ ব্যাটিংয়ের সময় কোহলি পার করেছেন এই বছরের হাজার রান। এর আগে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০১৯ ক্যালেন্ডার ইয়ারে ওয়ানডেতে হাজার রান ছুঁয়েছিল কোহলির ব্যাট। অন্যদিকে শচীনের ব্যাটে হাজার রান এসেছে ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ০ ২০০৭ সালে।

বিজ্ঞাপন

আজ ৮৮ রানের ইনিংস খেলার পথে কোহলি ভেঙ্গেছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের আরেকটি রেকর্ড। এতদিন বিশ্বকাপে নন ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ১২ টি করে হাফ সেঞ্চুরি ছিল এই দুই ক্রিকেটারের। দুজনই এটি করেছিলেন ৩৫ ইনিংসে। আজ কোহলির বিশ্বকাপে ফিফটি দাঁড়িয়েছেন ১৩টি, যা এসেছে ৩৩ ইনিংসে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ফিফটির মালিক শচীন, ৪৪ ইনিংসে আছে ২১ টি ফিফটি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিরাট কোহলি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর