হৃদয়কে ফিরিয়ে বাংলাদেশের একাদশ
৩১ অক্টোবর ২০২৩ ১৪:০৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৪:০৮
সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। তবে এবার লড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিতের। সেই লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে এবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। তিন পরিবর্তন এনেছে পাকিস্তানও।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, উসামা মীর, ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ একাদশ বাংলাদেশ বনাম পাকিস্তান