Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের লড়াই

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩ ০৯:৪২

বিশ্বকাপে বাংলাদেশের যে কয়টি সুখস্মৃতি রয়েছে, তার মাঝে উজ্জ্বলতম স্মৃতিটি পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপের সেই অবিশ্বাস্য জয় এখনও অনুপ্রেরণা যোগায় বাংলাদেশকে। আজ ইডেন গার্ডেনসে সাকিবদের প্রতিপক্ষ আবারও সেই পাকিস্তান। পয়েন্ট তালিকার তলানিতে থাকা বাংলাদেশের সেমির আশা শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে সেমির আশা কাগজে কলমে টিকিয়ে রাখতে বাবরদের আজ জিততেই হবে। কলকাতায় আজ শেষ হাসি হাসবেন সাকিব না বাবর?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে দুইবার। ১৯৯৯ সালে ৬২ রানের সেই স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ। সবশেষ ২০১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। সেবার অবশ্য ৯৪ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

ওয়ানডেতে দুই দলের দেখা ৩৮ বার। সেখানে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। পাকিস্তান জিতেছে ৩৩ বার, বাংলাদেশের জয় মাত্র ৫টি ম্যাচে।

পিচ ও কন্ডিশন

ইডেনে এই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। পিচ ও কন্ডিশন তাই আজ সাকিবদের বেশ চেনাই থাকবে। তবে ভিন্ন পিচে খেলা হলে আবারও নতুন করেই পরিকল্পনা সাজাতে হবে সাকিবদের।

পিচ যদি আগের ম্যাচের মতোই থাকে, তাহলে সেখানে খুব বেশি বড় স্কোরের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। টসে জিতে দুই দলের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতে পারেন। সময়ের সাথে সাথে পিচ আরও ধীরগতির হবে।

দলের খবর

বাংলাদেশ দলের একাদশে কোন পরিবর্তনের আভাস নেই। ডাচদের বিপক্ষে হারলেও আজ একই একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেন সাকিবরা।

পাকিস্তান একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। শাদাব খানের জায়গায় থাকবেন কনকাশন বদলি হিসেবে আগের ম্যাচে খেলা উসামা মীর। দলে ফিরতে পারেন হাসান আলীও।

চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ?

মাঠে ও মাঠের বাইরের নানা সমালোচনায় জর্জরিত বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন আগের ম্যাচেই শেষ। কিছুদিন আগেই জানা গেছে, বিশ্বকাপের সেরা ৮ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। এই মুহূর্তে বাংলাদেশ দলের অবস্থান ২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে। চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচের দুটিতে জিততেই হবে বাংলাদেশকে। শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায় পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয়টা খুব করেই চাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হলেও আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশাই রাখছেন সমর্থকরা।

বিজ্ঞাপন

পাকিস্তানের জন্য সেমির রাস্তাটা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। শেষ তিন ম্যাচে বড় ব্যবধানে জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সাকিবদের বিপক্ষে তাই জয় ছাড়া আর কিছু ভাবার নেই পাকিস্তানের। মাঠে ও মাঠের বাইরের নানা কান্ডে বেশ বিপাকেই আছেন বাবব-শাদাবরা। গতকাল তাদের প্রধান নির্বাচক ইনজামাম উল হক আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত পাকিস্তানের বিদায়ঘণ্টা আজই বেজে যায় কিনা সেটা সময়ই বলে দেবে।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সম্ভাব্য একাদশ (পাকিস্তান)

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ওয়াসিম জুনিয়র/হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর