Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের নিজেকে নিজেই উজ্জীবিত করতে হবে: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ২১:৪৫

নানান জলঘোলার পর বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের এখন পর্যন্ত হতশ্রী দশা। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। একদিন আগে হারতে হয়েছে যোজন যোজন পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষেও। দলের ব্যাটিং ইউনিটে চলছে দৈন্যদশা। বোলিং, ফিল্ডিংটাও সুবিধার হচ্ছে না। অধিনায়ক সাকিব আল হাসান নিজেও চরম অফ ফর্মে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ ব্যাটিং করা সাকিব রান করেছেন মাত্র ৬১। নেদারল্যান্ডস ম্যাচের আগে দেশে এসে পরিচিত কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে দীক্ষা নিয়েছেন সাকিব। তবুও লাভ হয়নি, নেদারল্যান্ডসের বিপক্ষে বাজে শটে আউট হয়েছেন মাত্র ৫ রান করে। সাকিব বলছেন, ক্রিকেটারদের এখন নিজেকে নিজেদেরই অনুপ্রাণিত করতে হবে।

বিজ্ঞাপন

রাত পোহালে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব। এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘যার যার জায়গা থেকে তাদের নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। কীভাবে ছন্দে ফিরতে পারে, তা নিয়ে ভাবতে হবে। ব্যক্তিই পারে নিজেকে ছন্দে ফেরাতে। ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও বিষয়টা একই রকম।’

সাকিব যোগ করেন, ‘ক্রিকেট দলীয় খেলা হলেও ব্যক্তিগতভাবেও আপনাকে পারফর্ম করতে হবে। তারপরই সমষ্টিগতভাবে দল ভালো করবে। তো ব্যক্তিগতভাবে সবার দায়িত্ব আছে কীভাবে নিজেদের উজ্জীবিত করতে পারি, কীভাবে নিজেদের ফেরাতে পারি, সেটা ভাবা। সেটা শুধু আমরাই করতে পারি এবং আমাদেরই করতে হবে।’

টানা বাজে পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটাররা সবাই নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তবে শুধু আলোচনাই তো শেষ কথা নয়, মাঠে গিয়ে পারফর্ম করতে হবে।

বিজ্ঞাপন

দলের মনোযোগ এখন সেদিকেই বলেছেন সাকিব, ‘আমরা এটা নিয়ে আলোচনা করেছি। নিজেরা বৈঠকে বসে আলোচনা করেছি। এখন কীভাবে এখান থেকে উত্তরণ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা করেছি। কিন্তু কাজে আমাদের প্রমাণ দিতে হবে। কাজে না এলে কথা মূল্যহীন। আমরা তাই কাজেই দেখাতে চাই, যেন সবাই সেটা দেখতে পারে।’

কাল কলকাতাট ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর