Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মাহমু্দউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১০:৫৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৯:১১

এবারের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি। অভিজ্ঞ ক্রিকেটারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে বড় শঙ্কাই তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাওয়া মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন অনেকটাই নিচে, সাত-আট নম্বরে। সেই মাহমুদউল্লাহই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক! দুর্দান্ত পারফর্ম করতে থাকা মাহমুদউল্লাহ এবার অবসরের আভাস দিলেন।

বিজ্ঞাপন

বয়স ৩৭ চলছে। আরেকটা বিশ্বকাপ যে তার পক্ষে খেলা সম্ভব না সেটা বুঝাই যায়। এবারের বিশ্বকাপ শেষে যেকোনো সময় অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন, এমন ইঙ্গিতই দিয়েছেন মাহমুদউল্লাহ।

উপেক্ষিত মাহমুদউল্লাহ বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। তাতে তার রান যথাক্রমে- ৪১*, ৪৬ ও ১১১, মোট ১৯৮। স্ট্রাইকরেট ১০১.২। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিটা এসেছে তার ব্যাট থেকেই। এমন পারফর্মের মধ্যেই অবসরের ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ।

আইসিসিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে অভিষেকের পর অনেক সময় হয়ে গেলো খেলছি। আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’

‘সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো তা নির্ভর করছে আমার শরীর এবং পারফর্ম্যান্সের উপর। খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে।’- যোগ করেন মাহমুদউল্লাহ।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাহমুদউল্লাহর। তারপর থেকে এখন পর্যন্ত ২২৫টি ওয়ানডে খেলেছেন তিনি। তাতে রান করেছেন ৫ হাজার ২১৮। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ২৭টি। তার ৪টি সেঞ্চুরিই আইসিসির ইভেন্টে। ৩টি বিশ্বকাপে এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর