Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি লিডকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩ ১৬:৩০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৭:২৭

শুরুতে দুই ওপেনারের অল্প রানের ফেরার পর নেদারল্যান্ডের ইনিংসটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন বারেসি-অ্যাকারম্যান জুটি। আট বলের ব্যবধানে এই দুইজনকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও সুবিধাজনক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন সাকিব-মুস্তাফিজ। তবে এরপর আবারও ক্রিজে জুটি বেঁধেছেন দুই ডাচ ব্যাটার। অধিনায়ক স্কট এডওয়ার্ড ও বাস ডি লিডের জুটিতে ধীরে ধীরে এগুচ্ছে তাদের রানের গতি। তবে সেই গতি রুখে দেন পেসার তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই তাসকিনের শিকার বিক্রমাজিত সিং। ৩ রানে করে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। পরের ওভারে শূন্য রানে শরিফুলের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ম্যাক্স ও দুদ। এরপর ৬৩ রানের মাথায় বারেসিকে ফেরান মুস্তাফিজ। ৪১ রান করে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ঠিক তার পরের ওভারেই ফেরেন অন্য প্রান্তে থাকা অ্যাকারম্যান, তার রান ছিল ১৫ রান।

৬৩ রানে রান উইকেট হারিয়ে ধুঁকছিল ডাচরা। এরপর দলের হাল ধরেন আগের ম্যাচগুলোতে দারুণ ব্যাটিং করা অধিনায়ক এডওয়ার্ডস ও ডি লিড। সাকিব মিরাজদের হতাশায় ডুবিয়ে ক্রিজে টিকে আছে এই জুটি। এই জুটিতে ২৬ ওভারের মাথায় শতরান ছুঁয়েছে ডাচদের ইনিংস।

২৭তম ওভারের ৬ষ্ঠ বলে উইকেটের পেছেন মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাস ডি লিড। আর তাতেই ভাঙে এডওয়ার্ডস ও ডি লিডের ৪৪ রানের জুটি। নেদারল্যান্ডস ১০৭ রানে হারায় ৫ম উইকেট। আউট হওয়ার আগে ডি লিড ১৭ রান করেন।

এই রিপোর্ট লেখা শেষে ২৭ ওভারে ডাচদের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান । এডওয়ার্ডস অপরাজিত আছেন ২৭ রানে।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর