বারেসি-অ্যাকারম্যানের প্রতিরোধ ভাঙলেন মোস্তাফিজ
২৮ অক্টোবর ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৩২
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নেদারল্যান্ডসের। মাত্র ৪ রানের মাঝেই দুই ওপেনারকে হারিয়েছে ডাচরা। তাসকিন-শরিফুলের জোড়া আঘাতে ফিরেছিলেন দুই ডাচ ওপেনার। তবে প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে তারা। তৃতীয় উইকেটে ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যানের প্রতিরোধে ঠিকঠাক ভাবেই এগুচ্ছে নেদারল্যান্ডসের ইনিংস। তবে তাদের প্রতিরোধ ১৪তম ওভারে এসে ভেঙেছেন মোস্তাফিজুর রহমান।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই তাসকিনের শিকার বিক্রমাজিত সিং। ৩ রানে করে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। পরের ওভারে শূন্য রানে শরিফুলের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ম্যাক্স ও দুদ।
শুরুর ধাক্কাটা এরপর ভালোভাবেই সামলে নিয়েছেন বারেসি-অ্যাকারম্যান জুটি। তাসকিন, শরিফুলদের দারুনভাবে খেলে প্রথম দশ ওভারে আর বিপদ আসতে দেননি তারা। বাউন্ডারির ফুলঝড়ি ছুটিয়ে যাচ্ছে বারেসি, ৭ চারে ২৮ বলে অপরাজিত আছেন ৩৪ রানে। অ্যাকারম্যানও তাকে ভালো সঙ্গ দিচ্ছেন, ২২ বলে ৯ রান করে ক্রিজে দাঁতে দাঁত চেপে টিকে আছেন তিনিও।
তবে খুব বেশি সময় আর থাকতে পারেননি উইকেটে। দুর্দান্ত ব্যাট করতে থাকা ওয়েসলি বারেসিকে সাকিব আল হাসানের তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে ৪১ বলে ৪১ রানের ইনিংস খেলেন বারেসি। ডাচরা ৬৩ রানে হারাল তৃতীয় উইকেট।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ১৪ ওভার শেষে নেদারল্যান্ডের রান ৩ উইকেটে ৬৩ রান।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস