ধর্মশালায় টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
২৮ অক্টোবর ২০২৩ ১০:৫১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১০:৫৪
বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছিল একদম ভিন্নভাবে। টানা চার ম্যাচ জিতে উড়ছিল নিউজিল্যান্ড, অন্যদিকে প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই খাদের কিনারায় চলে গিয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সময়ের সাথে দুই দলেরই অবস্থার পরিবর্তন হয়েছে। টানা তিন জয়ে সেমির দৌড়ে ভালোভাবেই টিকে আছে অজিরা। অন্যদিকে শেষ ম্যাচে ভারতের কাছে হেরে পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমেছে কিউরা। আজ ধর্মশালায় ট্রান্স-তাসমানিয়ান লড়াইয়ে জিতে শীর্ষে ফিরবে নিউজিল্যান্ড নাকি সেরা চারে অবস্থান আরও শক্ত করবে অজিরা?
ধর্মশালায় জয়ে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ট্রাভিস হেড। তাকে জায়গা করে দিয়ে দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। এদিকে নিউজিল্যান্ড দলে ফিরেছেন জেমস নিশাম।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস