Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবদের ‘ভেতরের খবর’ জানা ডাচ কোচেই বাড়তি প্রেরণা এডওয়ার্ডসের

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩ ২১:১৭

বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছিলেন তারা। এই টুর্নামেন্টে নেদারল্যান্ডসের ওই একটি জয়ই প্রাপ্তি হয়ে থাকলেও সেটিই যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলেছে ডাচদের। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলছেন, বাংলাদেশ দলের সাথে ডাচ কোচের কাজ করার অভিজ্ঞতাই বাড়তি সুবিধা দেবে তাদের।

বিজ্ঞাপন

ডাচ কোচ রায়ান কুক ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপ চলার সময়ও তিনি দলের সাথে ছিলেন। সাকিব-মিরাজদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে ডাচদের বাড়তি কিছু ‘টিপস’ দিতে পারবেন কুক, এমনটাই আশা এডওয়ার্ডসের, ‘অবশ্যই এটা আমাদের সাহায্য করবে। বাংলাদেশ দলকে নিয়ে বিশ্লেষণের সময় তার দেওয়া মতামতগুলো আমাদের কাজে দেবে। সে অনেক সময় ধরে বাংলাদেশের সাথে কাজ করেছে। বেশিরভাগ ক্রিকেটারকেই সে ব্যক্তিগতভাবে চেনে। তাদের দলে হয়ত কিছু নতুন ক্রিকেটার আছে, আমরা তাদের ব্যাপারে তথ্য জোগাড় করেই নেব এবং খেলায় সেটা কাজে লাগাব। তথ্য নিয়ে সেটা কাজে লাগানোই গুরুত্বপূর্ণ।‘

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে অবিশ্বাস্য সেই জয়টাই নেদারল্যান্ডসকে এনে দিয়েছে পাহাড়সম আত্মবিশ্বাস। মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রানে হেরে যাওয়াতে কিছুটা ধাক্কা খেয়েছে ডাচরা। এডওয়ার্ডস মনে করেন, বাংলাদেশের বিপক্ষে আগের হারটা তেমন প্রভাব পড়বে না, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আমরা সেমির আশা করছিলাম। আমরা বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপে এসেছি। হয়ত আমরা সেভাবে খেলতে পারিনি। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা বড় দর্শকের সামনে খেলতে ভালোবাসি। আগামীকাল মাঠে অনেক দর্শক হবে বলেই আশা করছি।‘

ওয়ানডেতে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ২০১০ সালে গ্লাস্কোতে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছিল ডাচরা। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে একই ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল জয়ের পাল্লা ভারী করতে পারবে কোন দল, অপেক্ষা সেটারই।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস স্কট এডওয়ার্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর