Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৪:০৮

দুই দলের জন্য সমীকরণটা একদম ভিন্নরকম। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে যাবে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে টানা তিন হারে ব্যাকফুটে থাকা পাকিস্তানের। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হবে মার্করাম-বাবরের দল। প্রোটিয়াদের সেমির পথে এগিয়ে যাওয়া না পাকিস্তানের বিদায়, শেষ পর্যন্ত চেন্নাইতে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবে কোন দল?

বিজ্ঞাপন

চেন্নাইয়ে শুক্রবার (২৭ অক্টোবর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

দুই দলেই এসেছে একাধিক পরিবর্তন। অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়াও এদিন একাদশে নেই কাগিসো রাবাদা। অন্যদিকে পাকিস্তান দলে এসেছে দুই পরিবর্তন। পেসার হাসান আলীর পরিবর্তে দলে এসেছেন ওয়াসিম জুনিয়র। আর স্পিনার উসামা মীরের পরিবর্তে এসেছেন মোহাম্মদ নওয়াজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি এবং তাবরিজ শামসি।

পাকিস্তান একাদশ

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর