পাকিস্তানের ‘মিরাকল’ না দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়?
২৭ অক্টোবর ২০২৩ ১১:২৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১১:২৫
দুই দলের জন্য সমীকরণটা একদম ভিন্নরকম। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে যাবে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে টানা তিন হারে ব্যাকফুটে থাকা পাকিস্তানের। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হবে মার্করাম-বাবরের দল। প্রোটিয়াদের সেমির পথে এগিয়ে যাওয়া না পাকিস্তানের বিদায়, শেষ পর্যন্ত চেন্নাইতে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবে কোন দল?
পরিসংখ্যান
বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। সেখানে তিনবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা, দুইবার জয় পাকিস্তানের। তবে সবশেষ দেখায় ২০১৯ সালে লর্ডসে আফ্রিকাকে হারানোর স্মৃতি নিশ্চয়ই আজকে অনুপ্রেরণা হয়ে থাকবে পাকিস্তানের জন্য।
ওয়ানডেতে দুই দলের দেখা মোট ৮২ বার। সেখানে ৫১ বার জয় আফ্রিকার, ৩০ বার জিতেছে পাকিস্তান, একটি ম্যাচের ফলাফল হয়নি।
পিচ ও কন্ডিশন
চেন্নাইয়ের পিচ বরাবরই বাড়তি সুবিধা দিয়েছে স্পিনার। তবে এবারের বিশ্বকাপে দেখা গেছে ভিন্ন এক রূপ। চার ম্যাচের তিনটিতেই রান তাড়া করতে নামা দল জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাই পিচ সময়ের সাথে ধীরগতির হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টসে জিতে তাই বোলিং নিতে পারেন দুই অধিনায়ক। তবে স্পিন ধরার কথা ভেবে দুই দলই বাড়তি স্পিনার রাখতে পারেন একাদশে।
চেন্নাইতে আজও থাকবে তীব্র গরম। ক্রিকেটারদের তাই বেশ হ্যাপা পোহাতে হবে দিনের বেলায়।
দলের খবর
টানা দিন হারে বিপর্যস্ত পাকিস্তান দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ওপেনার ফখর জামান ফিরতে পারেন একাদশে। বাদ পড়তে পারেন উসামা মীর, তার জায়গায় একাদশে ঢুকতে পারেন সালমান আলী আঘা।
স্পিনিং পিচের কথা ভেবে দক্ষিণ আফ্রিকা একাদশে থাকতে পারেন তাবারিজ শামসি। বাকি একাদশ আগের ম্যাচেই মতো থাকার সম্ভাবনা বেশি।
পাকিস্তানের ‘মিরাকল’ না দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়?
পাকিস্তানের সেমির ভাগ্যটা এখন নিজেদের হাতে নেই। বিশেষ করে আগের ম্যাচে আফগানদের বিপক্ষে হারের পর সব ম্যাচে জয় তো লাগবেই, সাথে অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে। স্পিনার শাদাব খান যদিও এখনই সেমির স্বপ্ন ছাড়ছেন না, ‘ যদি আপনি বিশ্বাস রাখেন, তাহলে মিরাকল হতেও পারে। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জয়ের ধারায় ফিরবে পাকিস্তান।‘
সম্ভাব্য একাদশ (দক্ষিণ আফ্রিকা)
কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিকস, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে/তাবারিজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লিজাদ উইলিয়ামস।
সম্ভাব্য একাদশ (পাকিস্তান)
ইমাম উল হক/ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর/সালমান আঘা, শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস