Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের ১৫৬ রানে অল আউট করল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩ ১৭:২৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৭:৪৮

ভারত বিশ্বকাপ মোটেও ভালো কাটছে না ইংল্যান্ডের। বিশ্ব চ্যাম্পিয়নরা অবস্থান করছে টেবিলের তলানিতে। আর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচে নেই জয়ের বিকল্প। তবে সেই লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে ৩৩.৩ ওভারে মাত্র ১৫৬ রানেই অল আউট ইংলিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইংলিশরা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। অন্যদিকে দীর্ঘদিন পর দলে ফিরেই চমক দেখিয়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সঙ্গে লাহিরু কুমারাও করেন দুর্দান্ত বোলিং।

বিজ্ঞাপন

ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করা মালানকে কট বিহাইন্ড করেন তিনি। এরপর জো রুট পড়েছেন রানআউটের ফাঁদে। ১০ বলে ৩ রান করা ইংলিশ ব্যাটিং স্তম্ভকে ফেরানোর পেছনেও অবদান ম্যাথুসের থ্রোয়ের। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংলিশরা।

এরপর কাসুন রাজিথার শিকার হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টোও (৩১ বলে ৩০)। দলের হাল ধরতে পারেননি জস বাটলারও। তাকে ৮ রানে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা। লিভিংস্টোন বিদায় নিলে ইংল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট। কুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সেখান থেকে দলকে টানছিলেন বেন স্টোকস ও মইন আলি। তবে ৩৭ রান যোগ করতেই মঈন আলীর (১৫) বিদায়ে ভাঙে জুটি। স্টোকসকে সঙ্গ দিতে ব্যর্থ হন ক্রিস ওকসও (০)। একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। শ্রীলংকার পক্ষে লহিরু কুমারা নেন ৩টি উইকেট।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড বনাম শ্রীলংকা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর