দেশে ফিরে হঠাৎ মিরপুরে সাকিব
২৫ অক্টোবর ২০২৩ ১৬:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৭:০০
দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের এই দেশে ফেরা হঠাৎ করেই। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। জানা গেছে, ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।
আজ সকালেই ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব। দুপুরে তাকে দেখা গেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে দেশের পরিচিত কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব।
বাংলাদেশ দলের পরবর্তী খেলা নেদারল্যান্ডসের বিপক্ষে। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে ডাচদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত হাসেনি সাকিবের ব্যাট। ৪ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছিলেন তিন উইকেট। পরের তিন ম্যাচ খেলে নিয়েছেন তিন উইকেট। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস