ফিরেছেন সাকিব, বাদ পড়েছেন হৃদয়
২৪ অক্টোবর ২০২৩ ১৪:০৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৪:১০
বিশ্বকাপের শুরুটা ভালো হলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। এবার সেই হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার স্কোয়াডে আছে ইনজুরির ধাক্কা। চোটের কারণে তাসকিন আহমেদ থাকবেন না এটা আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ভালো সংবাদ চোট কাটিয়ে দলে ফিরেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের বদলে দলে ঢুকেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা দলেও এসেছে একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে দলে ঢুকেছেন লিজাদ উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিকস, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লিজাদ উইলিয়ামস।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা একাদশ বাংলাদেশ একাদশ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা