Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াংখেড়েতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩ ১৪:০৩

ফাইল ছবি

ভারত বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। সেই সঙ্গে দলে একের পর এক চোটের ধাক্কা। তাসকিন আহমেদ চোটের কারণে ছিলেন না ভারত ম্যাচে, খেলবেন না দক্ষিণ আফ্রিকার সঙ্গেও। এদিকে চোট কাটিয়ে প্রোটিয়াদের বিপক্ষেই ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ তখন বরাবরই ভিন্ন এক দল। ২০০৭ কিংবা ২০১৯ বিশ্ব আসরে প্রোটিয়াদের দুবার চমকে দিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমন অবস্থায় জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ে।

ওয়াংখেড়েতে গত ম্যাচে রানবন্যা দেখেছেন দর্শক। ৩৯৯ রানের পাহাড়সম লক্ষ্য দাড় করিয়ে ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। আজও তাই টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাড়তি সুবিধা নিতে চাইবে দুই দল। সেই কারণেই হয়ত সাকিব টসে জেতার জন্য ‘দোয়াও’ চেয়েছেন।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জানিয়েছেন, শুধু বাংলাদেশের স্পিন নয়, পেসারদের নিয়েও সমানভাবে ভাবছেন তিনি। অন্যদিকে সাকিব জানিয়েছে, সেরা খেলটা খেলেই আজ জয় পেতে চায় তার দল।

ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে মোট ২৪ ম্যাচ। সেখানে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা, তাদের জয় ১৮ ম্যাচে,বাংলাদেশ জিতেছে ৬টিতে। সবশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা যোগাবে সাকিবদের।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর