Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ শেষ হোক আগে, তারপর মন ভরে হতাশ হোন: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ২০:৫৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২০:৫৯

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু হয়েছিল। তবে পরে বড় ব্যবধানে হারতে হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারতে বিপক্ষে। খাতা-কলমের হিসেবে এখনো অবশ্য সেমিফাইনালের সমীকরণে টিকে আছে বাংলাদেশ। তবে তলানিতে থাকা আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ সেই সমীকরণ কিভাবে মিলাবে সেটাই প্রশ্ন। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এই প্রশ্ন গায়েই মাখলেন না। সরাসরি বলে দিলেন, এখন হতাশ হবেন না। বিশ্বকাপ শেষ হোক, তারপর মন ভরে হতাশ হোন।

বিজ্ঞাপন

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পাঁচ নম্বর ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটা হারলে সেমির দৌড় থেকে কার্যত ছিটকেই পড়বে বাংলাদেশ। এদিকে দক্ষিণ আফ্রিকা রীতিমতো উড়ছে। বিধ্বংসী ফর্মে আছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।

এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন দেখছে কিনা এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।’

এমন অবস্থায় দলকে কিভাবে উজ্জীবিত করবেন, এই প্রশ্নে সাকিব বলেছেন, ‘মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম।’

চোটের কারণে ভারতের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। ঊরুর সেই চোট কাটিয়ে উঠে এখন তিনি ফিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল টস করতে নামার কথা সাকিবেরই। তবে অধিনায়ক ফিরলেও চোটের কারণে কাল খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ।

মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর