এবার আফগান বাধার সামনে পাকিস্তান
২৩ অক্টোবর ২০২৩ ১১:১৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৩:১২
দুই দলের বিশ্বকাপের শুরুটা হয়েছিল একদমই আলাদা। টানা দুই ম্যাচ জিতে উড়ছিল পাকিস্তান। অন্যদিকে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে ধাক্কা খেয়েছিল আফগানিস্তান। তবে শুরুর অবস্থাটা আর নেই। শেষ দুই ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান। এদিকে ইংল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানরা। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে দুই দলেরই বাঁচা মরার লড়াই। তৃতীয় জয়ে সেমির পথে টিকে থাকবে পাকিস্তান না বিশ্বকাপে আরেকটি আফগান রূপকথা দেখবে চেন্নাই?
পরিসংখ্যান
বিশ্বকাপে এর আগে মাত্র একবার দেখা হয়েছিল দুই দলের। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে বেশ বিপাকেই ফেলেছিলেন আফগানরা। ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৬ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিমের দুর্দান্ত এক ইনিংসে স্বস্তির জয় পায় তারা।
ওয়ানডেতে সব মিলিয়ে সাতবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সেখানে প্রতিটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাবররা।
পিচ ও কন্ডিশন
চেন্নাইয়ের পিচ বরাবরের মতো এবারও বাড়তি সুবিধা দেবে স্পিনারদের। দুই দলের স্পিনাররাই তাই মূল ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। চেন্নাইয়ের তীব্র গরমে ক্রিকেটারদের আগের ম্যাচগুলোর মতোই নাজেহাল হতে হবে। টসে জিতে তাই ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তই আসতে পারে দুই দলের অধিনায়কের পক্ষ থেকে।
দলের খবর
টানা দুই হারে বিপর্যস্ত পাকিস্তান দলের একাদশে আসতে পারে পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা উসামা মীর ভালো কিছু করতে পারেননি, ফেলেছেন ওয়ার্নারের সেই মহামূল্যবান ক্যাচও। আফগানদের বিপক্ষে তাই দলে ফিরতে পারেন অভিজ্ঞ স্পিনার শাদাব খান। আফগানদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
স্পিনাররাই বদলে দেবেন ম্যাচের গতিপথ?
চেন্নাইয়ের পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন, এ কারো অজানা নয়। পাকিস্তান ওপেনার ইমাম উল হকও সেটাই স্বীকার করছেন, ‘আমরা আগের ম্যাচগুলো ভালো খেলতে পারিনি। তবে এই ম্যাচে ভিন্ন পাকিস্তানকে দেখা যাবে। চেন্নাইতে অবশ্যই স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। আফগানিস্তানের স্পিনাররা কেমন ফর্মে আছে সেটা আমরা সবাই জানি। তাদের স্পিন আক্রমনকে সামলানো মোটেও সহজ হবে না। এরকম কন্ডিশনে আফগানরা ভয়ঙ্কর দল। তবে আমরা একই কন্ডিশনে তাদের বিপক্ষে সিরিজ জিতেছি।’
আফগান কোচ জোনাথন ট্রট অবশ্য শুধু স্পিনারদের ওপরই নির্ভর করতে চান না, ‘দলে দুই-তিনজন স্পিনার থাকবে। বাকি আটজনকেও জয়ের ব্যাপারে সমান ভূমিকা রাখতে হবে। অবশ্যই আমাদের স্পিনাররা দুর্দান্ত ফর্মে আছে। তবে শুধু তাদের ওপর নির্ভর করাটা বোকামি হবে। পেসার, ব্যাটসম্যান সবাইকে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করতে হবে। তাহলেই শুধুমাত্র জয় পাওয়া সম্ভব।’
সম্ভাব্য একাদশ (পাকিস্তান): ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
সম্ভাব্য একাদশ (আফগানিস্তান): রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক এবং ফজল হক ফারুকি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম