ধর্মশালায় নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
২২ অক্টোবর ২০২৩ ১৪:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৪:৩৪
ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল দুটি দলই অপরাজিত আছে। তবে রোববার (২২ অক্টোবর) বদলে যাবে সেই পরিসংখ্যান। কেননা অপরাজিত দুই দল ভারত ও নিউজিল্যান্ড এদিন ধর্মশালায় মুখোমুখি।
ধর্মশালায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস