Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজমাট লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১০:৫৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১১:৫৬

বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ভারতে পা রেখেছিল দুই দল। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরেছে শুধু দক্ষিণ আফ্রিকা, প্রথম ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ালেও নিজেদের তৃতীয় ম্যাচে অঘটনের শিকার দুই দলই। আফগানিস্তান ও নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হার বেশ চাপে ফেলেছে দুই ফেভারিট ইংল্যান্ড ও প্রোটিয়াদের।

আজ শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি বাভুমা-বাটলার। জয় দিয়ে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যাবেন বাভুমারা? নাকি জয়ের ধারায় ফিরে সেমির আশা বাঁচিয়ে রাখবে বাটলারের দল?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দলের দেখা মোট সাত বার। সেখানে এগিয়ে ইংল্যান্ড। সাত ম্যাচের চারটিতে জয় ইংলিশদের, তিনটি ম্যাচ জিতেছে আফ্রিকা। সবশেষ দুই দেখায়ও জয় ইংল্যান্ডেরই। ২০১১ সালে এই ভারতের মাটিতেই শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ছয় মেরে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন ব্রড। ২০১৯ বিশ্বকাপেও প্রোটিয়াদের হারানোর সুখস্মৃতি আছে স্টোকসদের।

ওয়ানডেতে দুই দলের লড়াইয়ে অবশ্য খানিকটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৬৯ ম্যাচে ৩৩ টিতে জয় তাদের, ইংল্যান্ড জিতেছে ৩০টি, টাই হয়েছে ১টি, ফলাফল আসেনি বাকি ৫ ম্যাচে।

পিচ ও কন্ডিশন

এবারের বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটিই প্রথম ম্যাচ। অন্য পিচগুলোর মতো এটিকেও ভাবা হচ্ছে ব্যাটিং স্বর্গ। টসে জিতে তাই দুই অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে পিচ ধীরগতির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকার দ্বিতীয় ভাগে স্পিন ধরতে পারে।

বিজ্ঞাপন

মুম্বাইতে আজ বেশ ভালোই গরম থাকবে, নেই বৃষ্টির সম্ভাবনা।

দলের খবর

ইংল্যান্ড দলের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে বেন স্টোকসের ফিটনেস ফিরে পাওয়া। এই চ্যাম্পিয়ন অলরাউন্ডারের অনুপস্থিতি বিশ্বকাপে শুরু থেকেই বেশ ভালোভাবেই টের পেয়েছে ইংলিশরা। স্টোকস ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন হ্যারি ব্রুক। বাদ যেতে পারেন ক্রিস ওকসও।

দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তনের তেমন কোনো আভাস নেই।

অধিনায়ক কহেন

শচীনের ঘর ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার উত্তেজনার কথা অকপটেই স্বীকার করেছেন বাভুমা, ‘শচীন ছোটবেলা থেকেই আমার আদর্শ। তাই এই স্টেডিয়ামের কথা তখন থেকেই শুনেছি। এখানে খেলতে পারাটা গর্বের বিষয়। পিচ এখানে ব্যাটিং স্বর্গ, অনেক সতীর্থ থেকেই এটা জানতে পেরেছি। নিজের দিনে এখানে দারুণ কিছু করা সম্ভব, সাথে দর্শকের ব্যাপারটা তো থাকছেই।’

সম্ভাব্য একাদশ (দক্ষিণ আফ্রিকা)

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাদাবা ও লুঙ্গি এনগিদি।

সম্ভাব্য একাদশ (ইংল্যান্ড)

জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/টিআর

ইংল্যান্ড ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর