ওয়ার্নার-মার্শের জোড়া শতকে ৪০০‘র পথে অস্ট্রেলিয়া
২০ অক্টোবর ২০২৩ ১৬:৪৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৬:৫১
শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৩১ ওভার পর্যন্ত তাদের বিচ্ছিন্নই করতে পারেননি পাকিস্তানি বোলাররা। উল্টো এই ওভারে এসে পরপর দুই বলে শতক পূর্ণ করেছেন ওয়ার্নার আর মার্শ। দুজনের ব্যাটে ভর করে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া, দলীয় রান ছুটছে ৪০০’র পথে।
শুক্রবার বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টসে জিতে বোলিং বেছে নেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি দলের বোলাররা। ওয়ার্নার আর মার্শ প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ১০ ওভারেই তুলে নেন ৮২ রান।
এরপরও ঘুরে দাঁড়াতে পারেননি পাকিস্তানি বোলাররা। পরের ১০ ওভারে ওয়ার্নার-মার্শ তুলে নেন ৬৭ রান। দুজনেই ততক্ষণে পেরিয়ে গেছেন অর্ধশতক। ২১ থেকে ৩০ ওভার পর্যন্তই পাকিস্তানি বোলাররা যা কিছুটা সমীহ আদায় করে নিতে পেরেছেন। উইকেট তুলে নিতে না পারলেও এই ১০ ওভারে তারা রান দিয়েছেন ৫৯, যা ম্যাচের চরিত্র বিবেচনায় কিছুটা হলেও ভালো।
এর মধ্যেই ৩১ ওভারের চতুর্থ বলে নওয়াজকে লং অনের দিকে ঠেলে সিংগেল নিয়ে শতক পূরণ করেছেন ডেভিড ওয়ার্নার। শত রানে পৌঁছাতে তিনি বল খরচ করেন মাত্র ৮৫টি। পরের বলেই নওয়াজের বলকে বাউন্ডারিতে পাঠিয়ে ঠিক ঠিক ১০০ বলে শতক তুলে নেন মার্শ।
সর্বশেষ ৩২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২২৬ রান। ওয়ার্নার-মার্শ অবিচ্ছিন্ন থেকে কিংবা তারা আউট হয়ে গেলেও স্টিভেন স্মিথ-গ্লেন ম্যাক্সওয়েলরা ব্যাট হাতে কিছুটা ঝড় তুলতে পারলেও অস্ট্রেলিয়া ৪০০ রান পেরিয়ে যেতেই পারে। পাকিস্তানি বোলাররা শুরু থেকেই যেভাবে এই ম্যাচে নখদন্ত্যহীন হিসেবে মেলে ধরেছেন, তাতে সেই সংগ্রহ অসম্ভব কিছু মনে হচ্ছে না।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/টিআর
অস্ট্রেলিয়া ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া