অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান
২০ অক্টোবর ২০২৩ ১৪:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৪:০৪
ভারত বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম দুই ম্যাচেই হার, যদিও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ভারতের কাছে বড় হার পাকিস্তানের। এবার সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
পাকিস্তান একাদশ
ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস