Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক ফিফটির পরেই ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৭

অভিজ্ঞ তামিম ইকবালের বদলি হিসেবে বাংলাদেশ দলে নাম লেখান তরুণ তানিজিদ হাসান তামিম। শুরুর কয়েকটি ম্যাচে রানের দেখা না পাওয়াও পড়েছিলেন সমালোচনার মুখেও। তবে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ালেন ব্যাট হাতে।  আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি, ৪১ বলে। সেটিও বিশ্বকাপে। প্রতিপক্ষ ভারত। তানজিদ হাসানের স্মরণীয় দিন।

১৪তম ওভারে শার্দুল ঠাকুরের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন এ বাঁহাতি ওপেনার। তবে ফিফটি তোলার পরে আর টিকতে পারেননি বেশি সময় উইকেটে। ১৫তম ওভারের চতুর্থ বলে কুলদিপ যাদবকে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার।

বিজ্ঞাপন

আউট হওয়ার আগে ৪৩ বলে ৫টি আর ৩টি ছয়ে ৫১ করে ফেরেন তামিম। বাংলাদেশ ৯৩ রানে হারায় প্রথম উইকেট।

এর আগেই তানজিদ-লিটন বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েন। আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে মিরপুরে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৫৬ রান।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেটে ৯৬ রান। লিটন দাস ৪০ আর নাজমুল হোসেন শান্ত ২ রানে ব্যাট করছেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তানজিদ হাসান তামিম ফিফটি বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর