Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত বধের নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ১০:০৬

সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা। মাঠে কিংবা মাঠের বাইরে, সবখানেই যেন জম্পেশ লড়াইয়ের আভাস। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পুনেতে দেখা হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতে সেমির দিকে এগোচ্ছে ভারত, অন্যদিকে মাত্র এক ম্যাচের জয়ের খানিকটা ব্যাকফুটেই আছে বাংলাদেশ। উত্তেজনায় ভরপুর এই ম্যাচে বাংলাদেশ কি পারবে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে দারুণ কিছু উপহার দিতে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

মঞ্চটা যখন বিশ্বকাপ, ভারতের বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি এই ২০০৭ সালের ম্যাচটাই। বোলারদের দাপট ও তামিমের সাহসী সেই ইনিংসের কথা কি ভোলা যায়? বিশ্বকাপের ৪ দেখায় ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯; তিনবার শেষ হাসি হেসেছে ভারত।

ওয়ানডেতে দুই দলের লড়াইয়েও যোজন যোজন এগিয়ে ভারত। ৪০ দেখায় ভারতের জয় ৩১ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, একটির ফলাফল হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। গত এক বছরে ভারতের সাথে ৪ দেখায় ৩টিতেই জয় সাকিবদের। গত বছর ঘরের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়। এরপর এশিয়া কাপেও রোহিত-কোহলিদের হারিয়েছিলেন তারা।

এমন পারফরম্যান্সকে সামনে রেখে তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেবে না ভারত। প্রায় ২৫ বছর পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নামা বাংলাদেশও চাইবে পরিসংখ্যানের পাল্লাটা ভারী করতে

পিচ ও কন্ডিশন

পুনের এই মাঠে প্রায় নয় মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত পাঁচ ওয়ানডের মাঝে তিনটিতেই প্রথমে ব্যাট করা দল ৩০০ রানে বেশি স্কোর দাড় করিয়েছে। ব্যাটিং বান্ধব উইকেট হওয়ায় টসে জিতে দুই অধিনায়ক ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তই নিতে পারেন।
গতকাল পুনেতে সামান্য বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন যদিও বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পুরো ম্যাচই বিনা বাধায় উপভোগ করতে পারবেন দর্শক।

দলের খবর

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অধিনায়ক সাকিবের দলে থাকা না থাকা নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া সাকিবের বর্তমান অবস্থা নিয়ে অনেকটাই ধোঁয়াশা রয়েছে। সাকিব অবশ্য শুরু থেকেই আশাবাদী খেলার ব্যাপারে। দলের সাথে অনুশীলনও করতে দেখা গেছে তাকে। কোচ হাথুরুসিংহে অবশ্য বলেছেন, ম্যাচের দিন সকালেই সিদ্ধান্ত নেওয়া হবে সাকিব খেলবেন কিনা। সাকিব যদি না খেলেন সেটা হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সাকিব না খেললে দলে ঢুকতে পারেন স্পিনার নাসুম। এছাড়া দলে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

ভারতীয় দলেও নেই পরিবর্তনের সম্ভাবনা। ব্যাটিং সহায়ক পিচে তাই গত ম্যাচের মতোই একাদশে থাকছেন শারদুল ঠাকুর। ডেঙ্গু থেকে ফিরে শুভমান গিলকেই দেখা যাবে রোহিতের সাথে ওপেনিং করতে।

সম্ভাব্য একাদশ ( বাংলাদেশ)

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ।

সম্ভাব্য একাদশ (ভারত)

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর