Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিজের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ছয় ম্যাচ জেতার প্রত্যয় হাথুরুরও

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ০০:৩৪

নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর টাইগার পেসার মোস্তাফিজুর রহমান এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে জানিয়েছিলেন বাংলাদেশ নিজেদের পরের ছয় ম্যাচের ছয়টিতেই জয়ের সামর্থ্য রাখে। ভারতের বিপক্ষে মহারণের আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেও কণ্ঠ মেলালেন দ্য ফিজের সঙ্গে। নিজেদের বাকি ছয় ম্যাচই জেতার স্বপ্ন দেখছেন তিনি।

ভারত বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সেমিফাইনালে খেলা। আর সেই লক্ষ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে শুরু করেছিল টাইগাররা। তবে পরের দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। এবার চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবিলা করবে টাইগাররা। ভারতের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। সেই আশায় দলের সবাই এখনও বেশ চাঙ্গা বলেই ধারণা মেলে।

বিজ্ঞাপন

পুনেতে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৭ সালে বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাতেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। পরের তিন বিশ্বকাপেই অবশ্য জয়ী দলের নাম ভারত। এর মধ্যে ২০১১ সালে বাংলাদেশকে তাদেরই মাঠে উড়িয়ে দেয় সেবারের চাম্পিয়নরা। তেমন লড়াই হয়নি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পরের দুই আসরে মুখোমুখি লড়াইয়েও।

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ জানালেন, হতাশা ভুলে ভালো করতে প্রেরণার কমতি নেই তার দলে।

হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় না, আগামীকালের ম্যাচে এর (অতীত পরিসংখ্যান) কোনো প্রাসঙ্গিকতা আছে। এখান থেকে সামনের প্রতিটি ম্যাচ জেতার ব্যাপারে আমরা অনুপ্রাণিত। আমাদের এখনও ছয় ম্যাচ বাকি আছে। এখনও মনে হয়, আমরা এই ছয় ম্যাচ জিততে পারব। আগামীকালের ম্যাচে এটিই আমাদের অনুপ্রেরণা।’

বিজ্ঞাপন

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার সময় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াই।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর