তাসকিন বিশ্বমানের, সাকিব দুর্দান্ত তবে মাথা ঘামাচ্ছি না
১৮ অক্টোবর ২০২৩ ১৭:৫৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:৫৯
রাত পোহালে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক ভারত। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে। কিছুটা ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য কালকের ম্যাচের আগে সবচেয়ে বড় অনুপ্রেরণা ‘ভারতের সঙ্গে বরাবরই ভালো খেলে বাংলাদেশ’। আর ভারতের অনুপ্রেরণার অভাব নেই।
পরিসংখ্যান বা শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে তারা। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিটই ভাবা হচ্ছে তাদের। খেলাটা হবে তাদের মাটিতে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বারবার বুঝালেন, বাংলাদেশকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছেন না তারা।
সর্বশেষ ম্যাচে চোট পাওয়া সাকিব আল হাসান কাল খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সাকিবের প্রসঙ্গ উঠলে পরশ মামব্রে সরাসরি বলে দিয়েছেন, সাকিব দুর্দান্ত ক্রিকেটার কিন্তু তাকে নিয়ে ভাবছে না ভারত। পেসার তাসকিন আহমেদকে বিশ্বমানের বলেছেন পরশ।
তিনি বলেন, ‘আমরা জানি সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে। চ্যাম্পিয়ন ক্রিকেটার। কার্যকরী ব্যাটসম্যান, বোলিংও ভালো করে। দুর্দান্ত একজন ক্রিকেটার। তবে তাতে আমাদের কিছুই আসে–যায় না।’
তাসকিন আহমেদের প্রসংশা করেছেন পরশ। তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমি তাসকিনকে দেখেছি। আমার মনে হয় বিশ্বব্যাপী যত ভালো ফাস্ট বোলার আছে, তাদের মধ্যে সে একজন। সে ভালো খেলছে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে, উইকেটে সে ভালো করেছে। বাংলাদেশে উইকেট কখনো সহজ নয়, ফাস্ট বোলার-বান্ধব হয় না। কিন্তু সে যা করেছে, সত্যিই ভালো বোলার। আর বাকিদের কথা বললে আপনি যখন জাতীয় দলে খেলবেন, তার মানে আপনি দেশকে প্রতিনিধিত্ব করার মতো বলেই খেলছেন। এই অর্থে বাকিরাও যথেষ্ট ভালো। স্পিনাররাও তা–ই, দলে থাকা দুই মেহেদীই ভালো করছে। তাদের দলটি ভালো এবং বোলিং আক্রমণও ভালো।’
বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা সেই প্রশ্নে পরশ মামব্রে বলেন, ‘সত্যি কথা বলতে, আমি মনে করি আপনি যখন বিশ্বকাপে নামেন, তখন প্রতিটি দলই আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাই আমাদের দিক থেকে, অবশ্য শুধু আমরাই নয়, সম্ভবত কোনো দলই অন্য আরেকটি দলকে হালকাভাবে নেবে না। আর এই আলাপটাই আমরা নিজেদের মধ্যে করেছি। আর আমরাই একমাত্র দল, যারা ৯টি আলাদা দলের সঙ্গে, ৯টি আলাদা ভেন্যুতে খেলব। ৯টি আলাদা মাঠ আমাদেরকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ দেবে। তাই আমরা এটার জন্য প্রস্তুত থাকতে চাই। বাংলাদেশ হোক কিংবা নেদারল্যান্ডস, আমরা সমান গুরুত্ব দিয়েই ম্যাচগুলোকে দেখব।’
কাল পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস