টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল আফগানরা
১৮ অক্টোবর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৪:০৭
ভারত বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা। অন্যদিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি এবার তারা।
বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আর ফেরার সম্ভাবনায় নেই নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আখিলি, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক এবং ফজলহক ফারুকি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস