মেসি জাদুতে উড়ছে আর্জেন্টিনা
১৮ অক্টোবর ২০২৩ ১০:২৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:১৬
প্রায় মাস খানেক পর জাতীয় দলের জার্সিতে শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। ইনজুরির কারণে এতোদিন খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বাজিমাত। জোড়া গোল করেছেন সাতবারের বিশ্বসেরা ফুটবলার। মেসি জাদুতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এ নিয়ে চার ম্যাচ খেলে চারটিতেই জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি ম্যাচে দুটি গোলই করেছেন প্রথমার্ধে। এতে ১৭৯ ম্যাচে আর্জেন্টিনার হয়ে ১০৬ গোল হয়ে গেল মেসির।
বুধবার (১৮ অক্টোবর) লিমায় অনুষ্ঠিত ম্যাচে পেরুর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার। লিওনেল মেসির দল গোলবারে শট নিয়েছে ১০টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি। অপর দিকে পেরু লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি।
চোটে পড়ার আগেও আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন মেসি। সর্বশেষ ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে খেলেছেন মেসি। সেদিন তার একমাত্র গোলেই ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আজ শুরুর একাদশে ফিরেই করলেন জোড়া গোল।
ম্যাচর চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার নেওয়া নিচু শটটি পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। নিকো গঞ্জালেজের কাটব্যাক ধরে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে দেন মেসি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন মেসি।
এঞ্জোর বাড়ানো বলে হুলিয়ান আলভারেজ ডামি করলে মেসির সামনে সুযোগ তৈরি হয়। নিচু শটে বল জালে জড়িয়ে দেন মেসি। দুই গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখাতেই বেশি মনোযোগী ছিল। অবশ্য এর মধ্যেই ৫৭ মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়েছে। হ্যাটট্রিক পাওয়া হয়নি মেসি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএইচএস