ভারত ম্যাচের পর পাকিস্তানের ড্রেসিংরুম যেন ‘হাসপাতাল’
১৭ অক্টোবর ২০২৩ ২২:৪৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ২২:৫৫
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। সেই হারের ক্ষত নিয়েই ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচটা খেলতে নামবে বাবর আজমের দল। নিশ্চয় মানসিকভাবে চাপে থাকবে পাকিস্তান। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের আগে আরও দুঃসংবাদ পাকিস্তানের জন্য। জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
ভারতের বিপক্ষে ম্যাচে পেসার শাহিন শাহ আফ্রিদির শরীরে জ্বর ছিল। পরে জ্বরে আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলেছে। পাকিস্তানের ড্রেসিংরুম যেন এখন রীতিমতো ‘মিনি হসপিটাল’।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ওপেনার আবদুল্লাহ শফিক, মিডল অর্ডার ব্যাটার সৌদ সাকিল, পেসার জামান খান ও স্পিনার উসামা মির জ্বরে ভুগছেন। আবদুল্লাহ শফিককে কোয়ারেন্টিনেই রাখা হয়েছে।
এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে শাহিন আফ্রিদি ও উসামা মিরের জ্বর অনেকটাই সেরে গেছে। জ্বরে আক্রান্ত কোনো ক্রিকেটারেরই ডেঙ্গু হয়নি জানিয়েছে সংবাদমাধ্যম।
পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার বলেন, কয়েক দিন ধরে দলের কয়েকজন খেলোয়াড় জ্বরে আক্রান্ত হয়েছে। তবে তাদের বেশির ভাগই পুরোপুরি সেরে উঠেছে। আর যারা সেরে ওঠার পর্যায়ে আছে, তাদের চিকিৎসক দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বেঙ্গালুরুতে। ইতোমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গেছে পাকিস্তান দল।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস