Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে চনমনে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ২০:০২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ২০:৩০

ভারতের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে কি পাবে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে টিম ম্যানেজমেন্ট একটা বিষয়ে স্বস্তিতেই থাকতে পারে। আজ অনুশীলনে বেশ চনমনেই ছিলেন সাকিব। ব্যাটিং করেছেন দীর্ঘক্ষণ। পরে রানিংও করেছেন। অবশ্য রানিংয়ে তাকে অস্বস্তিতে দেখা গেছে। কিন্তু ব্যাটিংয়ে ছিলেন বেশ চনমনে।

আগামী বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপে নিজেদের চার নম্বর ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। তিন দিনের বিশ্রাম শেষে আজ থেকে দলীয় অনুশীলন শুরু করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অনুশীলনে সবচেয়ে আগ্রহ ছিলেন সাকিব।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন সাকিব। পরে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, চোট থেকে এখনো সেড়ে উঠেননি সাকিব। তবে ভারতের বিপক্ষে খেলতে চান। সাকিবের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সুজনের এমন কথার পর আজ অনুশীলনে বেশ চনমনেই দেখা গেল সাকিবকে। অনুশীলনের শুরুতে ক্রিকেটারদের গোল করে দাঁড় করিয়ে কথা বলেছেন মিনিট দশেক। তারপর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও অনেকক্ষণ কথা বলেছেন সাকিব। ফুটবল নিয়ে ওয়ার্মআপের পর সাকিব ব্যাটিং অনুশীলন শুরু করেন।

প্রথমে স্পিনারদের বিপক্ষে তারপর পেসারদের বিপক্ষে সব মিলিয়ে আধাঘণ্টার বেশি সময় ব্যাটিং করেছেন সাকিব। পরে থ্রো ডাউন ও প্যাড পরে রানিং করতেও দেখা গেছে সাকিবকে। প্রথমে ধীর গতিতে দৌড়ালেও পরে গতি বাড়িয়েছেন সাকিব। তবে রানিংয়ে তার অস্বস্তির বিষয়টি পরিস্কার ভাবেই ফুটে উঠছিল।

বিজ্ঞাপন

ম্যাচের এখনো দুই দিন বাকি। তার আগ মুহূর্তে সাকিবের ঊরু কতোটা সুস্থ্য হয়ে উঠে সেটাই দেখার বিষয়।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর