Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ হারলেই চাপে পড়বে ভারত: পন্টিং

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ১৮:৪৩

ঘরের মাঠে বিশ্বকাপ, দলটাও যথেষ্ট শক্তিশালী। এবারের টুর্নামেন্টে তাই ভারত অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে। নিজেদের শক্তিমত্তার প্রমাণ এরই মাঝে দিয়েও ফেলেছে রোহিত শর্মার দল। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং অবশ্য বলছেন, একটি পরাজয়ই বদলে দিতে পারে সবকিছু। তার ধারণা, একটা ম্যাচে ধাক্কা খেলেই বড় চাপের মুখে পড়বে ভারত। আর সেখান থেকে তারা কীভাবে ফিরে আসে সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে অনায়াসেই জয় পেয়েছে ভারত। অজিদের বিপক্ষে প্রথম তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। তবে কোহলির হাল ধরায় আর তেমন বেগ পোহাতে হয়নি কোনো ম্যাচেই। টানা তিন জয়ে এক রকম উড়তে থাকা ভারতকে কে থামাতে পারবে, এমনটা এখন সবার প্রশ্ন। পন্টিং অবশ্য মনে করেন, যেকোনো এক ম্যাচ হারলেই বদলে যেতে পারে পুরো দৃশ্যপট।

পন্টিং বলেন, ‘‘তাদের দলের প্রতিটা সদস্য যে ফর্মে আছে, আমার মনে হয় একটা খারাপ ম্যাচ দল ও ব্যক্তি উভয়কেই চাপে ফেলবে। অবশ্যই তারা দারুণ সূচনা করেছে। এটা সন্তুষ্ট হওয়ার মতোই পারফরম্যান্স।’

চাপে পড়লে কোহলিরা কেমন ভাবে সেটার মোকাবিলা করেন এটা দেখার অপেক্ষায় পন্টিং। ‘ফাস্ট বোলিং, স্পিনার, টপ অর্ডার, মিডল অর্ডার সবখানেই তারা সাফল্য পেয়েছে। তাদের হারানো খুবই কঠিন। কিন্তু চাপের মাঝে তারা কেমন খেলে সেটাই দেখার বিষয়। আমরা এটা বলতে পারি না যে তারা কখনোই চাপের মাঝে পড়বে না। এটা অবশ্যই হবে, টুর্নামেন্টের ধরণটাই এমন।’

আগামী ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সাকিব-মিরাজরা কি পারবেন ভারতকে চাপে ফেলে তাদের প্রথম হারের স্বাদ দিতে?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতীয় ক্রিকেট দল রিকি পন্টিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর