টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
১৭ অক্টোবর ২০২৩ ১৫:০৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৫:০৯
ভারত বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে নেদারল্যান্ডস হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরেছে। প্রথম জয়ের খোঁজে এবার তৃতীয় জয় খুঁজতে থাকা প্রোটিয়াদের মোকাবিলা করবে ডাচরা।
ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার (১৭ অক্টোবর) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারকরাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাদাবা এবং লুঙ্গি এনগিডি।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস