Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার প্রতিটা ম্যাচই এখন ফাইনাল: কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩ ১৭:২২

বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়াই এবারের বিশ্বকাপে যেন একদম অচেনা। প্রথম দুই ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে আছে প্যাট কামিন্সের দল। আগামীকাল লক্ষ্ণৌতে ধুঁকতে থাকা শ্রীলংকার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বাঁচা মরার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, প্রতিটি ম্যাচই এখন অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল।

গত বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে হার দিয়েই টুর্নামেন্ট শেষ করেছিল অজিরা। এবার ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে খাঁদের কিনারায় কামিন্সরা। লংকানদের বিপক্ষে মাঠে নামার আগে কামিন্স বলছেন, দ্রুত জয়ের ধারায় ফিরতে না পারলে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে তাদের, ‘আমরা দুই ম্যাচেই হেরেছি। এখন আমাদের জয়ে ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিটা ম্যাচই আমাদের জন্য এক রকম ফাইনাল। সব ম্যাচেই তাই আমাদের জিততে হবে।’

বিজ্ঞাপন

শুধু হার নয়, অজিরা প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সই ছিল বেশ ছন্নছাড়া। বিশেষ করে আফ্রিকার বিপক্ষে রেকর্ড সাতটি ক্যাচ ফেলেছেন স্টার্করা, যা আগে কখনোই দেখেনি অজি ভক্তরা। অস্ট্রেলিয়া ঠিক অস্ট্রেলিয়ার মতো খেলছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন সমালোচনা। সংবাদ সম্মেলনেও এমন প্রশ্নের মুখোমুখি কামিন্সও। কামিন্স অবশ্য হেসেই উড়িয়ে দিলেন ব্যাপারটা, ‘অস্ট্রেলিয়ার মতো কীভাবে খেলতে হয় সেটাই তো জানি না! এত বছর ধরে এই দলে খেলছি। তবে এটা মানতেই হবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারছি না। এখানে অবশ্যই উন্নতি করতে হবে।’

প্রায় প্রতি ম্যাচের পরেই প্রতি দলকে লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে পরের ম্যাচের ভেন্যুতে যেতে। দীর্ঘ এই যাত্রার ক্লান্তি ঘিরে ধরেছে কামিন্সদেরও, ‘চেন্নাই থেকে দিল্লি অনেক দূর, ভারত অনেক বড় দেশ। এটা বড় একটা ফ্যাক্টর। যদিও এটা অজুহাত হিসেবে দাড় করাতে চাই না।’

বিজ্ঞাপন

পিচ বুঝতেও বেশ খানিকটা বেগ পোহাতে হচ্ছে বলে সরল স্বীকারোক্তি কামিন্সের, ‘পিচ বুঝে ওঠা আসলেও কঠিন। কখনো মনে হচ্ছে খুবই বাজে পিচ, কখনো অনেক ভালো। কখনো অনেক ভালো ব্যাটিং পিচ লাগছে, কখনো সেখানে স্পিন ধরছে। তাই অনেকটা অনুমানের ওপর নির্ভর করতে হচ্ছে।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ প্যাট কামিন্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর