Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ২০:২৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ২০:৩২

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ পুনেতে। আগামী ১৯ অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাই থেকে ইতোমধ্যেই পুনেতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। এই মহূর্তে বাংলাদেশের দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ডান পায়ের উঁড়ুতে চোট পেয়েছেন সাকিব। পরে সাকিবের স্ক্যান করানো হয়েছে। বাংলাদেশ দল এখন অধিনায়কের স্ক্যান রিপোর্টের অপেক্ষায়।

বিজ্ঞাপন

দলের একটি সূত্র জানিয়েছে, সাকিবের চোটের স্থানে এখনো ব্যথা আছে। ফলে কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। সাকিবের বিষয়ে আপাতত অপেক্ষা করার পন্থাতেই এগুচ্ছে টিম ম্যানেজমেন্ট। অপেক্ষা করা হচ্ছে স্ক্যান রিপোর্ট পাওয়ার।

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর চোটে পড়েন সাকিব। রান নিতে দৌড়াতে গিয়ে উরুর পেশিতে টান পান। মাঠে শুশ্রুষা নিয়ে ব্যাটিং অবশ্য চালিয়ে গেছেন। ২৫ রানের মাথায় চোট পাওয়া সাকিব শেষ পর্যন্ত ফিরেছেন ৪০ রান করে।

পরে বোলিংও করেছেন ১০ ওভার। তবে বোলিংয়ের সময় তার চোটের বিষয়টি টের পাওয়া যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন সাকিব। দ্রুত হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয় সাকিবের। সাকিব কবে নাগাদ অনুশীলনে ফিরবেন সেটা এখন নির্ভর করছে এই স্ক্যান রিপোর্টের ওপর।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর