Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ১৯১ রানে অল আউট করল ভারত

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ১৭:৫৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৮:০১

ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত প্রায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। মহারণে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালো করলেও ৪৩ ও ৭২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর হাল ধরেন বাবর আজম ও রিজওয়ান। বাবর ফিফটি করে ফেরার পরেই ধস পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। শেষদিকে মাত্র ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অল আউট হয় পাকিস্তান।

বিজ্ঞাপন

টস জিতে ফিল্ডিং করতে নেমে দারুণ বোলিং শুরু করেন জাসপ্রিত বুমরাহ। ৩ ওভারে কেবল ৫ রান দেন এই পেসার। তার বলে স্কোরিং শট কেবল দুটি, একটি চার ও একটি সিঙ্গেল। অন‍্য প্রান্তে বেশ খরুচে মোহাম্মদ সিরাজ। নিজের প্রথম ওভারে তিনি হজম করেন তিনটি চার, পরের ওভারে একটি চারে দেন ৬ রান। সব মিলিয়ে তার ২ ওভার থেকে আসে ১৮ রান।

খরুচে মোহাম্মদ সিরাজের হাত ধরেই প্রথম সাফল্য পায় ভারত। অষ্টম ওভারে কয়েকটি শর্ট ডেলিভারি দিয়ে শাফিককে ব্যাকফুটে নেন সিরাজ। শেষ বলের আগে রোহিত শার্মার সঙ্গে কথা বলে তিনি ফাইন লেগের ফিল্ডারকে আরও ডিপে পাঠিয়ে ফাঁদ পাতেন আরেকটি বাউন্সারের জন্য। এরপর সিরাজ দেখান মুনশিয়ানা। বাউন্সারের ফাঁদ পেতে তিনি ক্রস সিমে করেন ব্যাক অব লেংথ ডেলিভারি। যা পিচ করার পর নিচু হয়ে আঘাত করে শাফিকের প্যাডে। খালি চোখেই বোঝা যাচ্ছিল, পরিষ্কার আউট। তাই রিভিউ নেননি পাকিস্তানি ওপেনার। ৩ চারে ২৪ বলে ২০ রানে ফেরেন শাফিক। পাকিস্তান মাত্র ৪১ রানে প্রথম উইকেট।

এরপর জুটি বড় করার আগেই ইমাম উল হককে ফেরান হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ধরা পড়লেন লোকেশ রাহুলের গ্লাভসে। আগের বলে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরেছিলেন ইমাম। পরের বল ছিল অফ স্টাম্পের আরও বাইরে, চলে যাচ্ছিল আরও দূরে। তবুও তাড়া করার চেষ্টা করেন ইমাম। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় উইকেট রক্ষকের কাছে। ভাঙে ২৭ বল স্থায়ী ৩২ রানের জুটি। ৩৮ বলে ৬ চারে ৩৬ রান করেন ইমাম। পাকিস্তান ৭৩ রানে হারায় দ্বিতীয় উইকেট।

তৃতীয় উইকেটে বড় সংগ্রহের আশা দেখতে শুরু করে পাকিস্তান। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথেই ছিল পাকিস্তান। প্রথম দুই ম‍্যাচে রান পাননি বাবর আজম। বেশ চাপে থাকা পাকিস্তান অধিনায়ক দারুণ ব‍্যাটিংয়ে করলেন ফিফটি, ৫৭ বলে। কুলদিপ ইয়াদাভের বলে পয়েন্ট দিয়ে চার মেরে আসরে নিজের প্রথম পঞ্চাশ স্পর্শ করেন বাবর। ওই শটেই দেড়শ স্পর্শ করে দলের রান।

বিজ্ঞাপন

তবে অর্ধশতক ছোঁয়ার পরেই সিরাজের বলে বোল্ড হলেন বাবর আজম। আর তাতেই রিজওয়ানের সঙ্গে গড়া জুটি ভাঙল। অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢোকা বল থার্ড ম‍্যানে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বাবর। একটু নিচু হওয়া বলের লাইনে যেতে পারেননি পাকিস্তান অধিনায়ক। আঘাত হানে অফ স্টাম্পে! ভাঙে ১০৩ বল স্থায়ী ৮২ রানের জুটি। বাবর ৫৮ বলে ৫০ রান করে ফিরলেন।

বাবর আজম ফেরার পরেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। একে একে ফিরলেন সাউদ শাকিল ও ইফতিখার আহমেদ। এরপর আর নিজেকে আটকে রাখতে পারেননি রিজওয়ানও। দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ এক ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধ ভাঙলেন জাসপ্রিত বুমরাহ। এই পেসারের স্লোয়ার অফ কাটার বুঝতেই পারেননি পাকিস্তানের কিপারব্যাটার। বল তার ব‍্যাটের কানা এড়িয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। ৬৯ বলে ৭ চারে ৪৯ রান করেন রিজওয়ান। তার বিদায়ে পুরো ৫০ ওভার খেলাই কঠিন হয়ে গেল পাকিস্তানের জন‍্য।

শেষ দিকে মাত্র ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে অল আউট হয়। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদ্বিপ যাদব এবং রবিন্দ্র জাদেজা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর