Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের স্পিন নিয়ে সতর্ক উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৩ ২১:১৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২১:২০

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। এমন স্বস্তির মাঝেও একটি অস্বস্তি বরাবরই কাজ করছিল কিউইদের। অধিনায়ক কেইন উইলিয়ামসন ঠিক কোন ম্যাচে মাঠে ফিরবেন, সেটা জানার জন্যই মুখিয়ে ছিলেন সবাই। শেষ পর্যন্ত উইলিয়ামসনের বিশ্বকাপ শুরু হচ্ছে শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই। আর বিশ্বকাপে ফেরার ম্যাচেই চেন্নাইয়ে বাংলাদেশের স্পিনের সামনে উইলিয়ামসন। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বাংলাদেশের স্পিন নিয়ে সতর্ক হয়ে বললেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্পিনাররাই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে নিউজিল্যান্ডকে।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের পিচ বাড়তি সুবিধা দেবে স্পিনারদের, সেটা খুব ভালোভাবেই জানা আছে উইলিয়ামসনের। বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলেই স্পিনারের ভরপুর। প্রথম দুই ম্যাচেও দুই দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন স্পিনাররাই। বাংলাদেশের পাওয়া ১৯ উইকেটের ১১ টি পেয়েছেন স্পিনাররা, নিউজিল্যান্ডের নেওয়া ১৮ উইকেটের ১১ টি পেয়েছেন স্পিনাররাই।

সাকিব-মিরাজ-মেহেদীদের খেলতে তাই বেশ বেগ পেতে হতে পারে বলেই স্বীকার করে নিচ্ছেন কিউই অধিনায়ক, ‘আমরা জানি আগামীকাল বড় একটা চ্যালেঞ্জ আছে। এই টুর্নামেন্টে প্রতিটা দলই চ্যালেঞ্জিং, যে কেউ অন্য কাউকে হারিয়ে দিতে পারে। আর প্রতি ম্যাচেই কন্ডিশন বদলে যাচ্ছে। চেন্নাইয়ের পিচে স্পিন ধরছে, খেলার সময়ও পিচ বদলে যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। আমার মনে হয় দুই দলেরই ভালো স্পিনার আছে। এতে কোনো সন্দেহই নেই যে স্পিনাররাই বড় ভূমিকা রাখবে।’

এই বিশ্বকাপে সব দলকেই খেলতে হচ্ছে ভিন্ন ভিন্ন মাঠে। বিশ্বকাপের পিচ নিয়ে সন্তুষ্ট উইলিয়ামসন, ‘আমরা যে দুইটি পিচে খেলেছি, সেটা ভালো ছিল। আহমেদাবাদের পিচ নতুন ছিল, আর হায়দ্রাবাদের পিচ ব্যবহার করা। পুরো টুর্নামেন্টজুড়েই আমরা ভিন্ন ভিন্ন রকমের পিচ দেখতে পাব, এটাই বৈশ্বিক ইভেন্টের স্বাভাবিক ব্যাপার।’

উইলিয়ামসনের ইনজুরি নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই বেশ আলোচনা হয়েছে। প্রস্তুতি ম্যাচ খেললেও প্রথম দুই ম্যাচে দেখা যায়নি তাকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিট হওয়া উইলিয়ামসন জানালেন তার ইনজুরি থেকে সেরে ওঠার গল্প, ‘দারুণ একটা যাত্রা ছিল এটা, এটা আমি বহুবারই বলেছি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে আমি খুবই আনন্দিত ছিলাম। ধীরে ধীরে আমার হাঁটুর অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বাড়তি একটা সময় পেয়েছি নিজেকে তৈরি করার। মাঠে নামার জন্য মুখিয়ে আছি আমি!’

বিজ্ঞাপন

এমএ চিদাম্বারাম স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

কেইন উইলিয়ামসন ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর